মমতা বন্দ‍্যোপাধ‍্যায় দেশের প্রধানমন্ত্রী হলেই পেট্রোল-ডিজেলের মূল‍্যবৃদ্ধি বন্ধ হবে: চিরঞ্জিৎ চক্রবর্তী

বাংলাহান্ট ডেস্ক: আগামী লোকসভা নির্বাচনে বাংলার মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে (mamata banerjee) দেশের প্রধানমন্ত্রীর করার ডাক দিলেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী (chiranjit chakraborty)। একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূলের বিরুদ্ধে বিজেপির শোচনীয় ফলাফল দেখার পর গোটা দেশের বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির মুখ হয়ে উঠেছেন মমতা। এমনকি টুইটারে ট্রেন্ডিং হয়েছে ‘হ‍্যাশট‍্যাগ বেঙ্গলি প্রাইম মিনিস্টার’।

এবার মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে আগামী প্রধানমন্ত্রী হিসেবে দেখার ডাক দিয়ে সেই উত্তেজনার আগুনেই ঘি দিলেন চিরঞ্জিৎ। সোমবার বারাসাতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখানেই তিনি বলেন, মমতা বন্দ‍্যোপাধ‍্যায় প্রধানমন্ত্রী হলেই সারা দেশে পেট্রোল ডিজেলের মূল‍্যবৃদ্ধি বন্ধ হবে। একটা রাজ‍্যে বিজেপিকে রুখে দিয়েছেন তিনি। এতেই প্রমাণ পাওয়া যায় তাঁর জনপ্রিয়তার। মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ই উপযুক্ত ও শ্রেষ্ঠ মুখ‍্যমন্ত্রী।

146507 4

চিরঞ্জিৎ আরো বলেন, বাংলার মতো গোটা দেশেই যদি স্বাস্থ‍্যসাথী, কন‍্যাশ্রীর মতো প্রকল্প হয় তবে ভারত সোনার দেশ হবে। তাই যাতে মমতা বন্দ‍্যোপাধ‍্যায় আগামী প্রধানমন্ত্রী,ভারতের প্রথম বাঙালি প্রধানমন্ত্রী হতে পারেন সেই চেষ্টাই সকলকে করতে হবে। এখানেই শেষ নয়। বিজেপির উদ্দেশে তীব্র কটাক্ষ হেনে তৃণমূল বিধায়ক দাবি করেন, জ্বালানির দাম আরো বাড়বে। বিনামূল‍্যে যে করোনা টিকা দেওয়া হচ্ছে তার দাম এভাবেই উসুল করবে কেন্দ্রীয় সরকার।

প্রসঙ্গত, পেট্রোপণ‍্যের লাগাতার মূল‍্যবৃদ্ধি নিয়ে ক্ষোভ জমা হচ্ছে গোটা দেশে। কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা যাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলিকে। পেট্রোলের দাম দেখে নাভিশ্বাস ওঠার জোগাড় মধ‍্যবিত্তের। সোমবার আবারো ৩৯ পয়সা বেড়েছে পেট্রোলের দাম। কলকাতা ও দিল্লিতে সেঞ্চুরি করতে চলেছে পেট্রোল। অন‍্য রাজ‍্যে ইতিমধ‍্যেই পৌঁছেছে একশোয়।

Niranjana Nag

সম্পর্কিত খবর