আতঙ্কে অনুপ্রবেশকারীরা, ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালাবে মৌমাছি! ভারত-বাংলাদেশ সীমান্তে বিশেষ প্রযুক্তি BSF-র

বাংলা হান্ট ডেস্ক : সীমান্তের কাঁটাতার একটু নড়লেই মুহূর্তে ছুটে আসবে এক ঝাঁক রক্ষী। জঙ্গি হামলায় বিএসএফ (Border Security Force) যেভাবে সার্জিক্যাল স্ট্রাইক (Surgical Strike) চালায় অনেকটা সেইরকম ভাবেই অনুপ্রবেশকারীদের উপর ঝাঁপিয়ে পড়বে এই এক ঝাঁক রক্ষী। এবার বাংলাদেশ সীমান্ত পাহারায় সেই ব্যবস্থাই করতে চাইছে বিএসএফ (BSF)।

বিএসএফ সুত্রে খবর, ভারত (India) বাংলাদেশ (Bangladesh) সীমান্তে চলছে ‘জৈব প্রতিরক্ষা মহড়ার কাজ’। এই কাজটি সফল হলেই মৌমাছিদের সীমান্তে কাজে লাগানো হবে। নদিয়ার ২২২ কিলোমিটার জুড়ে রয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত। নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের কাঁদিপুর লাগোয়া অংশে কাঁটাতারের এলাকার পাশেই মৌমাছিদের চাষ শুরু হয়েছে। এই কাঁটাতারের পাশেই বসানো হয়েছে মৌমাছির খাঁচা।

কিভাবে আক্রমণ চালাবে এই মৌমাছিরা?

মিডিয়া সূত্রে খবর, কাঁটাতার সীমান্তের গা ঘেঁষে লাগানো থাকবে খাঁচাগুলি। কাঁটাতার একটু নড়ে উঠলেই বেরিয়ে আসবে মৌমাছির ঝাঁক। অনুপ্রবেশকারীরা পালানোর বা লুকানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করবে এই ঝাঁক।

শুধু মৌমাছির খাঁচায় নয়, স্থানীয়দের দিয়ে এলাঙ্গী, তুলসি, শতমূল, অ্যালোভেরার মতো বিভিন্ন ভেষজ উদ্ভিদের চাষ শুরু করেছে বিএসএফ। ফলে কর্মসংস্থান তথা স্থানীয়দের আয় বৃদ্ধি হবে বলে মনে করেছেন বিএসএফ।

বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি একে আর্য বলেছেন, ‘এই সীমান্তের এলাকায় আমরা ভেষজ উদ্ভিদের চাষ গড়ে তুলছি। একইসঙ্গে জৈব্য প্রতিরক্ষা ব্যবস্থাও গড়ে তুলছি। সফল হলে আগামী দিনে এই ব্যবস্থাটি বড় এলাকা জুড়ে কার্যকর করা যাবে।’

সম্পর্কিত খবর