২৮ অক্টোবরের মধ্যে বাড়ির কাছেই নিয়োগ করতে হবে প্রিয়াঙ্কাকে! SSC-কে নির্দেশ বিচারপতি গাঙ্গুলির

বাংলাহান্ট ডেস্ক : আদালতের নির্দেশে আরও এক এসএসসি চাকরিপ্রার্থী নিয়োগ পেতে চলেছেন। চাকরিপ্রার্থী প্রিয়ঙ্কা সাউকে পুজোর পরেই চাকরির নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguli)। আগামী ১১ থেকে ২১ অক্টোবরের মধ্যে কাউন্সেলিং করে চাকরির সুপারিশপত্র দিতে হবে প্রিয়ঙ্কাকে এমনই নির্দেশ দিল আদালত। ২৮ অক্টোবরের মধ্যে দিতে হবে নিয়োগপত্র। বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশনকে (School Service Commission) এই নির্দেশ দিলেন বিচারপতি।

বিচারপতি এদিন জানান, বাড়ির কাছাকাছি কোনও স্কুলে নিয়োগ করতে হবে প্রিয়ঙ্কাকে। তিনটি স্কুলের বিকল্প থেকে তাঁকে পছন্দমতো স্কুল বেছে নেওয়ার সুযোগও দিতে হবে। একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ সংক্রান্ত মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় আগেই প্রিয়ঙ্কা সাউকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। অভিযোগ, যোগ্যতা ও নম্বর বেশি থাকার পরও চাকরি পাননি প্রিয়ঙ্কা। আদালতে এসএসসির পক্ষ থেকে বলা হয় যে, ওই প্রার্থীকে মহিলা বিভাগে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছিল। সেই পর্বে বাদ যান প্রিয়ঙ্কা। কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় এবার তাঁকে নিয়োগের নির্দে‌শ দিলেন। আজ বৃহস্পতিবার নিয়োগের দিনও বেঁধে দিলেন তিনি।

   

যোগ্যতা ও বেশি নম্বর পাওয়া সত্ত্বেও কেন চাকরি হয়নি, এই অভিযোগ জানিয়ে সরব হন একাধিক চাকরিপ্রার্থী। তাঁদের সমস্ত অভিযোগ শোনা হবে বলে আজ আশ্বাস দিল আদালত। রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি খারিজের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। চাকরিসূত্রে যে বেতন গ্রহণ করেছেন অঙ্কিতা, তাও ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তিনি নিয়ম ভেঙে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন শিলিগুড়ির ববিতা সরকার। আদালতের নির্দেশেই অঙ্কিতার সেই চাকরি ও বেতন পেয়েছেন ববিতা।

আরও একবার ববিতার মতোই আদালতের নির্দেশে চাকরি পেতে চলেছেন প্রিয়ঙ্কা সাউ। পুজোর পর তাঁর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিলেন স্কুল সার্ভিস কমিশনকে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর