বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের মহোবাতে অর্জুন বাঁধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধনের আগে সমাজবাদী পার্টির নেতা ফিতে কাটলেন। এই খবর কানে পৌঁছোতেই পুলিশ সেই নেতাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার মহোবার পুলিশ গ্রাউন্ড থেকে উত্তর প্রদেশ নির্বাচনের শঙ্খনাদ করবেন। সেখান থেকেই তিনি অর্জুন সহায়ক প্রকল্প সহ ৩ হাজার ২৬৪ কোটি টাকার যোজনার শিলন্যাস করবেন।
শুক্রবার প্রধানমন্ত্রী পুলিশ লাইন গ্রাউন্ডে দুপুর ২:৩০ নাগাদ পৌঁছবেন। এরপর তিনি ৩:৪৫ পর্যন্ত বিভিন্ন প্রকল্পের শিলন্যাস ও উদ্বোধন করবেন। ৩:৫০ নাগাদ কার্যক্রম স্থল থেকে পুলিশ লাইনে পৌঁছবেন, সেখান থেকে ৪টে নাগাদ ঝাঁসির উদ্দেশ্যে রওনা দেবেন। অর্জুন সহায়ক পরিযোজনার শিলন্যাসের ফলে বুন্দেলখণ্ড থেকে মহোবা, হমিরপুর, বান্দার ১৬৮টি গ্রামের ১ লক্ষ ৪৯ হাজার ৭৫৫ জন কৃষক উপকৃত হবেন।
বুন্দেলখণ্ডে গোরখগিরি সহ ঐতিহাসিক ও চান্দেলা ঐতিহ্যকে বাঁচানোর কাজ চলছে।মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনমাস পূর্বে উজ্জ্বল যোজনা ২-র শুভারম্ভ করার জন্য মহোবা গিয়েছিলেন। উনি সেই সময় গোরখগিরিকে পর্যটন কেন্দ্র হিসেবে উন্নত করার নির্দেশ দিয়েছিলেন। এবার প্রধানমন্ত্রী আরও বড় উপহার দিতে চলেছেন।