বাংলাহান্ট ডেস্কঃ সরস্বতী পুজোর (saraswati pujo) প্রধান প্রসাদ কুল (kul)। কিন্তু বাচ্চাদের সরস্বতী পুজর আগে কুল খেতে বারণ করা হয়। বলা হয়, সরস্বতী পুজোর আগে কুল খেলে নাকি, দেবী রুষ্ট হন, পড়াশুনা ভুলিয়ে দেন, পরীক্ষায় ঠিকঠাক লিখে আসলেও, তা নাকি ভুল হয়ে যায় ইত্যাদি অত্যাদি।
আদতে এসবই কিন্তু মানুষের মনগড়া কথা। কখনই দেবী সরস্বতী এমনটা করেন বা কখনও করবেনও না। শুধুমাত্র বাচ্চাদের অপরিণত কুল খাওয়ার হাত থেকে বাঁচাতেই এইসমস্ত কথা বলা হয় বলে বিজ্ঞান ব্যাখ্যা দিয়েছে।
বিজ্ঞান বলছে, কুল খুবই একটি সুস্বাদু এবং মিষ্টি একটি ফল। এই ফল সরস্বতী পুজোর প্রধান ফল হিসাবে ব্যবহার করা হয়। কিন্তু এদিকে আবার বেশি কুল খেলে পেটে ব্যাথাও হয়। আর সরস্বতী পুজোর আগে কুল অপরিণত থাকে। অর্থাৎ সেই সময় কুল খেতে টক এবং কষ লাগে। পাশাপাশি আবহাওয়ার পরিবর্তনের ফলে মানুষের ঠাণ্ডা লাগারও একটা প্রবণতা থেকে যায়।
তবে সরস্বতী পুজোর সময় কুল খাওয়ার উপযুক্ত হয়ে ওঠে। তাই পুজোর পর সেই কুল খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপযুক্ত। তখন শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। কিন্তু সরস্বতী পুজোর পর আবার কুল সম্পূর্ণ পেকে যাওয়ায় বাজারে সবুজ সুদৃশ্য টোপা কুল খুব একটা দেখতেও পাওয়া যায় না।