নির্বাচনের পূর্বে আবারও কাঠগড়ায় অভিষেকের স্ত্রী রুজিরা, হাইকোর্টে মামলা করল শুল্ক বিভাগ

বাংলাহান্ট ডেস্কঃ উনিশের লোকসভা ভোটের আগের ঘটনা নিয়ে আবারও কাঠগড়ায় রুজিরা বন্দ্যোপাধ্যায় (rujira bannerjee)। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর বিরুদ্ধে সোনা কান্ডে আবারও পুরনো কেস নিয়ে এবার হাইকোর্টে কেস করল শুল্ক বিভাগ। রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের শুনানিকে চ্যালেঞ্জ জানিয়ে আবারও মামলার আবেদন করল শুল্ক বিভাগ।

গত ১৭ ই জুন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করা বিমানবন্দর FIR খারিজ করার নির্দেশ দেন। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে শুল্ক বিভাগ। আবারও হাইকোর্টে মামলা দায়ের করে শুল্ক বিভাগ, যার বিচারের রায় বেরোবে বৃহস্পতিবার।

68106776

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, ব্যাংকক থেকে ফেরার পথে তাঁর ব্যাগে সোনা রয়েছে। উনিশের লোকসভা নির্বাচনের আগের ঘটনা এটি। সেইসময় বিমানবন্দরে সন্দেহ করে রুজিরার স্যুটকেস তল্লাশির সময় বিমানবন্দর পুলিশ বাঁধা দিয়েছিল শুল্ক দফতরের কাজে।

এই বিষয় নিয়ে তৎকালীন সময়ে সরগরম ছিল রাজ্য রাজনীতি। মোদী সরকারের বিরুদ্ধে অভিযোগের সুর তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তাঁর সঙ্গে পেরে উঠছে না বলে, তাঁর পরিবারকে আক্রমণ করা হচ্ছে। সেই ঘটনা সুপ্রিম কোর্ট অবধি গড়ালে, CBI বিমানবন্দরের পুলিশের বিরুদ্ধে তল্লাশিতে বাঁধা দেওয়ার অভিযোগ করেছিল।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর