পেশা ভিক্ষাবৃত্তি, মাসে আয় প্রায় লক্ষ টাকা! চিনে রাখুন ভারতের এই ধনকুবের ভিখারীকে

বাংলাহান্ট ডেস্ক : পেশায় ভিখারী। অন্যের দানের উপর নির্ভর করেই চলে তার জীবন। কিন্তু, তাই বলে এমনটা ভাববেন না যে তিনি আর্থিক ভাবে দুর্বল। বরং, বলা ভালো, তার আর্থিক অবস্থা এতটাই সচ্ছল যে তিনি আর পাঁচজন চাকুরিজীবির কাছে রীতিমতো ঈর্ষার কারণ। নিশ্চয়ই ভাবছেন, ভিখারী আবার বিত্তশালী হতে পারে নাকি ? তাহলে আজকে জানুন, ভারতের ধনীতম ভিখারির কথা।

কথা হচ্ছে, বাণিজ্য নগরীর বাসিন্দা ভরত জৈনের কথা। মুম্বাইয়ের (Mumbai) পারেল এলাকায় ভিক্ষাবৃত্তি করা ভরত জৈনের বয়স ৪৯ বছর। জানা গিয়েছে, ভরতের মাসিক আয় প্রায় ৮৭ হাজার টাকা। এছাড়া, তিনি দু’টি অ্যাপার্টমেন্টের মালিক। যার একেকটির দাম ৮০ লক্ষ টাকারও বেশি। বাবা, দুই ভাই, স্ত্রী এবং দুই ছেলে নিয়ে ভরতের সংসার। ভরতের একটি দোকান আছে।

তবে সেই দোকান নিজে চালান না, ভাড়া দেন। ওই দোকান ভাড়া দিয়ে মাসে ১০ হাজার টাকা পান তিনি। সব মিলিয়েই বলা যায়, ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে বেছে নিয়েও আর্থিকভাবে বেশ লাভবান হয়েছে ভরত। বলা বাহুল্য, ভিক্ষাবৃত্তি যাঁরা করেন, তাঁদের সুবিধা হল, কোনও একটি জায়গায় আবদ্ধ থেকে তাদের কাজ করতে হয় না। এক্ষেত্রেও ভরত ঘোরাফেরার স্বাধীনতাকে কাজে লাগিয়েছে।

beggar660

প্রসঙ্গত উল্লেখ্য, উপার্জন আর সঞ্চয়ের মধ্যে একটা অদ্ভুত সমীকরণ আছে। অনেকেই অনেক টাকা উপার্জন করলেও, বিশেষ সঞ্চয় করতে পারেন না। আবার অনেকের উপার্জন তুলনায় অনেক কম হলেও সঞ্চয় অনেক বেশি। আর এই জটিল অঙ্কের খেলাতেই ভারতে এমন অনেক মানুষ আছে, যাদের পেশা ভিক্ষা করা হলেও, আমার-আপনার চেয়ে তারা অনেক বিত্তশালী।

 

 


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর