কথাবার্তার আড়ালে ধোকাবাজি করছে চীন, বানাচ্ছে বাঙ্কার

বাংলাহান্ট ডেস্কঃ ভারত (India)-চীন (China) সংঘর্ষের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বেশ কয়েকবার বৈঠক ডাকা হয়েছিল। বৈঠকে উপস্থিত হয়ে দুই দেশই তাঁদের সেনাদের সরিয়ে আনতে সহমত হয়েছিল। কিন্তু বর্তমানে গালওয়ান উপত্যকা অঞ্চলের বেশ কয়েকটি ছবি স্যাটেলাইট মারফত পাওয়া গেছে। যা দেখে চীনের মূল উদ্যেশ্য সম্বন্ধে আরও গভীর ভাবে জানা সম্ভব হয়েছে।

বাঙ্কার গঠন করছে চীন
সম্প্রতি ওপেন সোর্স গোয়েন্দার তরফ থেকে স্যাটেলাইট মারফত গালওয়ান উপত্যকার বেশ কয়েকটি নতুন ছবি সামনে এসেছে। যেখানে পরিষ্কার করে দেখা যাচ্ছে, গালওয়ান অঞ্চলে চীন বাঙ্কার গঠন করে, যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। উপরে উপরে ভালো মানসিকতা দেখালেও, চীন পেছনে যুদ্ধের জন্য তৈরি হচ্ছে। যা নিয়ে সংশয় হানা বাঁধছে ভারতের মনে।

new 47

বোঝা যাচ্ছে চীনের অস্তিত্ব
চীনের পিপলস লিবারেশন আর্মি প্যানগং সো লেক এলাকায় শিবির স্থাপন করেছে বলে জানায় ডিট্রেসফার। এটি ছাড়াও প্যানগং সো লেক থেকে ১৯ কিমি দূরে চীনের অস্তিত্ব বোঝা যাচ্ছে। এরই মধ্যে ফের ভারত চীন বৈঠকে চীন পূর্ব লাদাখের উত্তাল অঞ্চল থেকে সেনা সরিয়ে নিতে সম্মত হয়।

বাঙ্কার সরাতে নারাজ চীন
দুই দেশের মধ্যে সংগঠিত বৈঠকে উভয় দেশ সীমান্ত এলাকা থেকে সেনা সরিয়ে আনার কথা বললেও চীন প্যানগং সো লেক থেকে সেনা সরাতে নারাজ। ওই অঞ্চলে বাঙ্কার গঠন করে চীন বেশ কিছুটা দখল করে সেখানে নিজের আধিপত্য বিস্তারে সচেষ্ট রয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর