বাংলাহান্ট ডেস্কঃ ভারত (India)-চীন (China) সংঘর্ষের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বেশ কয়েকবার বৈঠক ডাকা হয়েছিল। বৈঠকে উপস্থিত হয়ে দুই দেশই তাঁদের সেনাদের সরিয়ে আনতে সহমত হয়েছিল। কিন্তু বর্তমানে গালওয়ান উপত্যকা অঞ্চলের বেশ কয়েকটি ছবি স্যাটেলাইট মারফত পাওয়া গেছে। যা দেখে চীনের মূল উদ্যেশ্য সম্বন্ধে আরও গভীর ভাবে জানা সম্ভব হয়েছে।
Lastly a camp there treated as a forward outpost makes a lot of sense since its "line of sight" would allow either side to watch the other's activities in the area, the only issue is this patch of land lies in #India as per the #China claim line pic.twitter.com/4ksv02k0sV
— Damien Symon (@detresfa_) June 19, 2020
বাঙ্কার গঠন করছে চীন
সম্প্রতি ওপেন সোর্স গোয়েন্দার তরফ থেকে স্যাটেলাইট মারফত গালওয়ান উপত্যকার বেশ কয়েকটি নতুন ছবি সামনে এসেছে। যেখানে পরিষ্কার করে দেখা যাচ্ছে, গালওয়ান অঞ্চলে চীন বাঙ্কার গঠন করে, যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। উপরে উপরে ভালো মানসিকতা দেখালেও, চীন পেছনে যুদ্ধের জন্য তৈরি হচ্ছে। যা নিয়ে সংশয় হানা বাঁধছে ভারতের মনে।
বোঝা যাচ্ছে চীনের অস্তিত্ব
চীনের পিপলস লিবারেশন আর্মি প্যানগং সো লেক এলাকায় শিবির স্থাপন করেছে বলে জানায় ডিট্রেসফার। এটি ছাড়াও প্যানগং সো লেক থেকে ১৯ কিমি দূরে চীনের অস্তিত্ব বোঝা যাচ্ছে। এরই মধ্যে ফের ভারত চীন বৈঠকে চীন পূর্ব লাদাখের উত্তাল অঞ্চল থেকে সেনা সরিয়ে নিতে সম্মত হয়।
#India and #China should work on mutual trust using their political and civilizational wisdom to de-escalate the border situation as neither should prepare for a military conflict: @SudheenKulkarni told GT, rejecting #US interference in border issues. https://t.co/7AwsZmNm5z pic.twitter.com/4J8tRgnf0D
— Global Times (@globaltimesnews) June 24, 2020
বাঙ্কার সরাতে নারাজ চীন
দুই দেশের মধ্যে সংগঠিত বৈঠকে উভয় দেশ সীমান্ত এলাকা থেকে সেনা সরিয়ে আনার কথা বললেও চীন প্যানগং সো লেক থেকে সেনা সরাতে নারাজ। ওই অঞ্চলে বাঙ্কার গঠন করে চীন বেশ কিছুটা দখল করে সেখানে নিজের আধিপত্য বিস্তারে সচেষ্ট রয়েছে।