ক্লাবেই মজুত ছিল ক্রুড বোমা! বেলেঘাটার বিস্ফোরণ কাণ্ডে উঠে এলো নয়া তথ্য

বাংলা হান্ট ডেস্কঃ আজ সকালে বিকট আওয়াজে আতঁকে উঠেছিল বেলেঘাটার (Beleghata) গান্ধীভবনের এলাকার বাসিন্দা। সাতসকালে ভয়াবহ বিস্ফোরণে উড়ে গিয়েছিল তিনতলার বাড়ির ছাদ। বাদ যায়নি আশেপাশের বাড়ি গুলোও। সেগুলোতেও ধরেছিল চির। এরকম ঘটনার পর গোটা এলাকায় আতঙ্কের মহল সৃষ্টি হয়েছিল। খবর পেতেই ঘটনাস্থলে ছুটে গিয়েছিল বিশাল পুলিশ বাহিনী। ঘটনার পর ডিসি ই এস ডি অজয় প্রসাদ জানান, আমরা ঘটনার তদন্ত করছি। ফরেনসিক টিম পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে। এরথেকে আর বেশি কিছু বলেননি তিনি।

Beleghata blast

ঘটনার পর বেলেঘাটা ক্লাবের সদস্যরা বলেন, সকালে দুজন বহিরাগত এলাকায় এসে বিস্ফোরণ ঘটিয়ে এলাকা থেকে চম্পট দেয়। যদিও ক্লাব সদস্যের দাবি খারিজ করে এলাকাবাসীরা জানান, ওই ক্লাবেই মজুত ছিল বোমা। আর তাঁর জেরেই এই ভয়াবহ কাণ্ড ঘটেছে। এবার এই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

তদন্তে জানা গিয়েছে যে, ক্লাবেই ছিল ভয়ঙ্কর ক্রুড বোমার সামগ্রী। অসতর্ক হতেই সেগুলো ফেটে গিয়েছে। এর জেরে ক্লাবের ছাদ উড়ে গিয়েছে এবং আশেপাশের বাড়িতে চির ধরেছে। ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে স্লিন্টার উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে।

beleghata club

তবে সৌভাগ্যবশত বিস্ফোরণের তিব্রতা কিছুটা কম ছিল বলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে এলাকার মানুষ। এছাড়াও ঘটনাস্থল ঠেলে সালফার অ্যামোনিয়ামের নমুনা পাওয়া যেতে পারে বলে জানা যাচ্ছে। ঘটনাতস্থলে উপস্থিত ফরেনসিক টিক গোটা ঘটনার তদন্ত করছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর