বাংলা হান্ট ডেস্কঃ কখনও না ফেরার দেশে বেলুড় মঠের (Belur Math) ভাইস প্রেসিডেন্ট স্বামী প্রভানন্দজি (Swami Prabhanandaji)। শনিবার সন্ধ্যায ৬.৫০ মিনিটে কলকাতার শিশুমঙ্গল হাসপাতালে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিঁনি। মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন বেলুড় মঠের সহ সংঘাধক্ষ্য স্বামী প্রভানন্দ। তাঁর প্রয়াণে শোকে বিহ্বল অগণিত ভক্ত।
রবিবার সকাল ছয়টা থেকে রাত আটটা অবধি ভক্ত এবং দর্শকদের জন্য সংস্কৃতি ভবনে দেহ শায়িত রাখার ব্যবস্থা করা হয়েছে। রাত নটায় মঠের ঘাটে প্রভানন্দজির শেষকৃত্য সম্পন্ন হবে। বেলুড় মঠ, রামকৃষ্ঠ মঠ ও মিশনের তরফে স্বামীজির প্রয়াণের খবর জানিয়ে শোকজ্ঞাপন করা হয়েছে।
প্রভানন্দজির প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শোকবার্তায় তিনি লেখেন, “স্বামী প্রভানন্দজির মৃত্যুতে রামকৃষ্ণ মঠ ও মিশন তথা বৃহৎ জনজীবনে গভীর আধ্যাত্মিক ও প্রাতিষ্ঠানিক শূন্যতার সৃষ্টি হল। এ ক্ষতি অপূরণীয়। আমি তাঁর সকল অনুগামী, ভক্তবৃন্দ ও ছাত্রবৃন্দকে আমার আন্তরিক সমবেদনা জানাই।”
১৯৫৮ সালে রামকৃষ্ণ মিশনে যোগদান করেন মহারাজ স্বামী প্রভানন্দজি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিঁনি। গত অক্টোবর থেকেই শিশুমঙ্গল সেবা প্রতিষ্ঠানে ভর্তি ছিলেন মহারাজ। দীর্ঘ লড়াইয়ের পর শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিঁনি।