ছুটবে ২৮০ কিমি গতিতে, তৈরি হবে ভারতে! বুলেট ট্রেন তৈরীর বরাত পেল দেশের এই সংস্থা,জানেন তো?

বাংলাহান্ট ডেস্ক : ভারতের মাটিতেই তৈরি হবে বুলেট ট্রেন। সম্পূর্ণ মেক ইন ইন্ডিয়া প্রযুক্তিতে বুলেট ট্রেন তৈরির উদ্দেশ্যে টেন্ডার ডাকে সরকার। সেই টেন্ডারে একমাত্র দর হেঁকেছে ভারত আর্থ মুভার্স লিমিটেড। অর্থাৎ ভারতের প্রথম বুলেট ট্রেন তৈরির বরাত পেয়ে গেল বিইএমএল। টেন্ডার অনুযায়ী বিইএমএল (BEML) ৮ কোচের দুটি বুলেট ট্রেন তৈরি করবে।

বিইএমএল (BEML) বানাচ্ছে বুলেট ট্রেন

লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে আগামী ২ বছরের মধ্যে ট্রেনগুলি তৈরি করে ফেলার। সূত্রের খবর, এই বুলেট ট্রেন দৌড়তে পারে আমদাবাদ-মুম্বই বুলেট ট্র্যাকে। এই বুলেট ট্রেন ঘণ্টায় ২৮০ কিলোমিটার গতিবেগে ছুটতে পারে। ট্রেন দুটি তৈরির জন্য মোট ৮৬৭ কোটি টাকার চুক্তি হয়েছে। সূত্রের খবর, বুলেট ট্রেন তৈরির জন্য টেন্ডার ডাকা হয় চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির তরফ থেকে।

BEML

সেই দরপত্রে একমাত্র আবেদন জানায় ভারত আর্থ মুভার্স লিমিটেড। সম্প্রতি একাধিক সংবাদ মাধ্যম দাবি করে, ভারত সরকার চাইছে দেশের মাটিতেই বুলেট ট্রেন তৈরি করতে। এই পরিকল্পনাই এবার বাস্তবায়িত হল। দেশীয় সংস্থাই তৈরি করতে চলেছে বুলেট ট্রেন। ২০২৬ সালের ডিসেম্বর মাসের মধ্যে এই ট্রেন তৈরি করে ফেলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। BEML এই বুলেট ট্রেন তৈরি করবে তাদের বেঙ্গালুরুর কোচ কমপ্লেক্সে।

আরোও পড়ুন : এবার জামিন পাচ্ছেন কুন্তল ঘোষ? নিয়োগ দুর্নীতি মামলায় বড় নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট

প্রাথমিকভাবে বুলেট ট্রেন (Bullet Train) তৈরির জন্য রেলবোর্ড জাপানি সংস্থার সাথে চুক্তি করার পরিকল্পনা করেছিল। তবে এখনো সম্পন্ন করা যায়নি শিঙ্কানসেন ই৫ সিরিজের সেই ট্রেন তৈরির চুক্তি। ভারতীয় সংস্থা বুলেট ট্রেনের একটি কোচ তৈরিতে খরচ করবে ২৭.৮৬ কোটি টাকা। সেখানে এক একটি শিঙ্কেনসেন কোচ তৈরিতে খরচ পড়ে ৪৬ কোটি টাকা।

How much will the bullet train fare? Railway Minister said.

শিঙ্কেনসেন কোচ ঘণ্টায় সর্বোচ্চ ৩২০ কিলোমিটার গতিবেগে চলাচল করতে পারে। সেখানে ভারতে তৈরি বুলেট ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ ২৮০ কিলোমিটার বেগে চলতে সক্ষম হবে। গোটা বিশ্বের নিরিখে ঘন্টায় আড়াইশো কিলোমিটার গতিবেগ থাকলে সেটিকে বুলেট ট্রেন বলা হয়ে থাকে। সেক্ষেত্রে ধরা যেতেই পারে ভারতে তৈরি বুলেট ট্রেনও সেই মানদন্ড অনায়াসে ছুঁতে পারবে।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর