বাংলা হান্ট নিউজ ডেস্ক:এই সময় সারা ক্রিকেট বিশ্ব অ্যাশেজের মোহে আচ্ছন্ন হয়ে রয়েছে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচটি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে। যদিও অস্ট্রেলিয়া দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের নামে করে নিয়েছেন। কিন্তু এই ম্যাচে এমন একটি ঘটনা ঘটেছে, যা সবার নজর কেড়েছে। দৃশ্যটি এমন ছিল যে ইংলিশ ক্রিকেটারদের মুখে খুশির ঢেউ বয়ে যায়। চলুন জেনে নেওয়া যাক সেই মজার ঘটনা সম্পর্কে।
ইংল্যান্ডের প্রথম ইনিংসের ৩১ তম ওভারে, অস্ট্রেলিয়ার বোলার ক্যামেরন গ্রিন বোলিং করছিলেন এবং ইংল্যান্ডের ব্যাটসম্যান বেন স্টোকস স্ট্রাইকে ছিলেন। গ্রিনের ওভারের প্রথম বলটি স্টোকস ছেড়ে দেন এবং সঙ্গে সঙ্গে বলটি উইকেটে লাগে। কিন্তু বেন স্টোকস সঙ্গে সঙ্গেই রিভিউ দাবি করেন, এরপর যা ঘটল তা সবাইকে অবাক করে দেয়।
ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস যখন রিভিউ নিলেন, রিপ্লেতে স্পষ্ট দেখা গেল বল স্টাম্পে লেগেছে, কিন্তু বেইল পড়েনি এবং স্টোকসকে থার্ড আম্পায়ার নট আউট দিয়েছেন। স্টোকসকে নটআউট দেওয়ার পর মাথায় হাত দিয়ে থাকতে দেখা যায়। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মুখেও দেখা যায় বিস্ময়। যখন এই ঘটনা ঘটে, স্টোকস ৩৭ বলে ১৬ রানে ছিলেন।
এরপর স্টোকস ৬৬ রানে আউট হন। সিরিজ ইতিমধ্যেই হাত থেকে বেরিয়ে গিয়েছে। এমন অবস্থায় সম্মান বাঁচাতে খেলছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪১৬ রান করে। স্টোকস আউট হলেও শতরান করেন জনি বেয়ারস্টো। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৭ উইকেট হারিয়ে ২৫৮।