পেঁয়াজের বাজার অগ্নিমূল্য, তবে ফেলে দেবেন না পেঁয়াজের খোসা, উপকার জানলে অবাক হবেন!

 

বাংলা হান্ট ডেস্ক : পেঁয়াজ নিয়ে বর্তমান বাজারে চলছে এক বিশাল টানাপোড়েন । চোখের জল নয় নাকের জল নয় সমস্ত জলকে একযোগে করে দিয়েছে পিয়াজের অগ্নিমূল্য। পিয়াজ যতই বাজারের মধ্যে বহ্নিশিখা জ্বালিয়ে রাখুক কিন্তু সত্যি চোখ খুলে দিয়েছে পেঁয়াজের খোসা। এখনকার দিনে উপকারের খাতায় নাম লিখিয়েছে যা শুনলে বা ব্যবহার করলে হয়তো আপনিও অবাক হতে পারেন।

চুলের সৌন্দর্য বৃদ্ধি করে

বাথরুম করার পরে পেঁয়াজের খোসা ভেজানো জল দিয়ে ভাল করে চুলটা কয়েকবার ধুয়ে নিন। তাহলেই দেখবেন চুলের হারিয়ে যাওয়া আদ্রতা ফিরে আসবে। সেই সঙ্গে স্কাল্পে ঘর বেঁধে থাকা নানাবিধ রোগের প্রকোপও হ্রাস পাবে। আসলে পেঁয়াজের খোসায় এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যা চুলের অন্দরে প্রবেশ করে সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

IMG 20191120 140746

শরীরে বাজে কোলেস্টেরলের মাত্রা কমায়:

পেঁয়াজের খোসা দিয়ে একটু জুস বানিয়ে নিন। তাতে অল্প করে মধু বা চিনি মেশাতে ভুলবেন না। কারণ শুধু মাত্র পেঁয়াজের খোসা দিয়ে বানানো পানীয় বেশ খারাপ হয়। প্রসঙ্গত, প্রতিদিন নিয়ম করে শরীরচর্চা করার পাশাপাশি যদি এই জুসটি খেতে পারেন, তাহলে শরীরে বাজে কোলেস্টেরলের মাত্রা একেবারে কমে যায়। ফলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক সহ একাধিক মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে।

সম্পর্কিত খবর