বাংলা হান্ট ডেস্কঃ কিছুদিন আগে রাজ্য সরকারের আমন্ত্রণে দিঘায় জগন্নাথ মন্দিরে সস্ত্রীক দিলীপ ঘোষের (Dilip Ghosh) পদার্পণ, সেই থেকে যে বিতর্ক শুরু হয়েছে তা পুরোপুরি থামেনি এখনও। দিঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপ সাক্ষাৎ নিয়ে কম জলঘোলা হয়নি রাজ্য রাজনীতিতে।
দিলীপকে নিয়ে কী বলেছিলেন রিঙ্কুর ছেলে? Rinku Majumdar
দিঘা যাত্রার পর থেকেই দলে আরও বেশি কোনঠাসা হয়ে পড়েছিলেন দিলীপ। দাবাং নেতা নিজের অবস্থানেই অনড় ছিলেন। সে সময়ে এই গোটা বিষয়টা নিয়ে মুখ খুলেছিলেন দিলীপের স্ত্রী রিঙ্কু মজুমদারের (Rinku Majumdar) ছেলে। ঠিক কী বলেছিলেন তিনি? এতদিনে তা জানালেন দিলীপ পত্নী।
রিঙ্কু বলেন, “আমার ছেলে তো আজ আর নেই। আমার ছেলে কিন্তু বলে গিয়েছিল, বাবা কিন্তু কোনও ভুল করেনি। কারণ তৃণমূলের যাঁরা হিন্দু ভোটার, তাঁরা BJP- তে কনভার্ট হয়ে যাবে, বাবা ওখানে গিয়েছিল বলে।” রিঙ্কু বলেনব, “আমার ছেলের কথাটাই কিন্তু প্রমাণ হল। সত্যিই তো উনি কিন্তু কোনও ভুল করেননি।”
আরও পড়ুন: কিছুক্ষণে ঝড় উঠবে দক্ষিণবঙ্গে ৪ জেলায়! তড়িঘড়ি কমলা সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর
প্রসঙ্গত, এর আগে দিলীপের দিঘা যাত্রার পর পরই তৃণমূল যোগদানের জল্পনায় রিঙ্কু বলেছিলেন, ‘জানি না, কারও হয়তো ব্যক্তিগত উদ্দেশ্যে আছে। ওনাকে হিংসা করে। রাজনৈতিক মহলে ভুল ধারনা তৈরির চেষ্টা চলছে’। রিঙ্কু স্পষ্ট বলেছিলেনন, ‘কোনওদিনই বিজেপি ছেড়ে তৃণমূলে যাবেন না দিলীপ ঘোষ। কোনওদিন সম্ভবই নয়’।
প্রসঙ্গত, দিঘা সফরে গিয়ে দলের অন্দরে তীব্র সমালোচনা আক্রমণের মুখে পড়েছিলেন দিলীপ। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রবীণ নেতা তথাগত রায়, সৌমিত্র খাঁ সকলেই দিলীপের আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন।