ভোটের আগে সংগঠন গোছাতে ব্যস্ত বিজেপি, কমিটি নিয়ে বৈঠকে শমীক, চললেন দিল্লি

Updated on:

Updated on:

Bengal BJP President Shamik Bhattacharjee to meet central leadership in Delhi

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আর কয়েক মাস বাকি। তার আগে সংগঠনকে শক্তপোক্ত করতে মরিয়া বঙ্গ বিজেপি। দায়িত্ব নেওয়ার পর থেকেই সক্রিয় রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharjee)। এবার দলের সাংগঠনিক ও কৌশলগত আলোচনার জন্য দিল্লি যাচ্ছেন তিনি।

সাংগঠনিক কমিটি নিয়ে বৈঠক করবেন শমীক (Shamik Bhattacharjee)

প্রায় দুই মাস হল শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharjee) বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন। কিন্তু এখনও নতুন রাজ্য কমিটি গঠন হয়নি। সূত্রের খবর, দিল্লিতে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সেই নিয়েই গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। পাশাপাশি, বাংলায় বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু হওয়ার সম্ভাবনা নিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন শমীক।

রাজ্যে দলের পরবর্তী কর্মসূচি নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে এই বৈঠকে। রবিবার দিল্লি উড়ে গিয়ে সোমবার সকালে কলকাতায় ফেরার কথা শমীকের (Shamik Bhattacharjee)। ফেরার পরই সুনীল বনসলের উপস্থিতিতে আইসিসিআরে বিজেপি ছাত্র সংগঠনের সম্মেলন হবে ‘এক দেশ এক ভোট’ ইস্যুতে। জাতীয় স্তরে এই কর্মসূচির দায়িত্বে রয়েছেন বনসল। ফলে বঙ্গ বিজেপির কাছে এই বৈঠকের তাৎপর্য যথেষ্ট।

অন্যদিকে, শনিবার রাজ্য বিজেপির নির্বাচন কমিটির সঙ্গে বৈঠকে বসেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৈঠক শেষে তিনি জানান, দলের দেওয়া সমস্ত অলিখিত দায়িত্ব পালন করছেন তিনি। এমনকি পার্টি অফিস পরিষ্কার করতেও রাজি আছেন বলে কটাক্ষ করেন। পাশাপাশি, ২০২৬-এর নির্বাচনে পূর্ব মেদিনীপুরের ১৬টি আসন বিজেপিকে উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

Bengal BJP President Shamik Bhattacharya to meet central leadership in Delhi

আরও পড়ুনঃ বিজেপির পতাকা হাতে হামলা! প্রদেশ কংগ্রেস কার্যালয় ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৩

বিধানসভা ভোটের আগে বঙ্গ বিজেপি যে গঠনমূলক প্রস্তুতি নিতে চাইছে, দিল্লি সফর তারই ইঙ্গিত। শমীকের (Shamik Bhattacharjee) সাংগঠনিক বৈঠক এবং শুভেন্দুর লড়াকু বার্তা, দুই মিলে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি যে আরও তপ্ত হতে চলেছে, তা বলাই যায়।