বাংলা হান্ট ডেস্কঃ ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন সহ বাংলার মোট তিনটি কেন্দ্রে নির্বাচন। ৩ অক্টোবর হবে ভোট গণনা। আর এই ভোট পর্ব শেষ হওয়ার আগেই রাজ্যের চারটি আসনের উপনির্বাচন ঘোষণা করল নির্বাচন কমিশন। পুজোর পর বাংলায় আবারও ভোট উৎসব। অক্টোবর মাসের ৩০ তারিখ খড়দহ, শান্তিপুর, গোসাবা ও দিনহাটায় উপনির্বাচন হবে। ফলাফল ঘোষণা হবে ২ নভেম্বর।
তবে শুধু পশ্চিমবঙ্গই না। আরও দুটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই দিনে ভোট হতে চলেছে। উল্লেখ্য, এর আগে গোটা দেশের মধ্যে শুধুমাত্র ভবানীপুরে উপনির্বাচন নিয়ে কমিশনকে নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। এমনকি কলকাতা হাইকোর্টেও প্রশ্নের মুখে পড়তে হয়েছিল কমিশনকে।
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলার চার কেন্দ্রে আগামী ৮ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। ১১ অক্টোবর স্কুটিনি হবে আর ১৩ তারিখ মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। করোনার নিয়ম মেনেই ওই কেন্দ্রগুলিতে উপনির্বাচন করানো হবে বলে জানিয়েছে কমিশন। তবে সময় মতো নির্বাচনে ঘোষণা করায় সব দলই স্বাগত জানিয়েছে।
উল্লেখ্য, শান্তিপুর ও দিনহাটার বিজেপি বিধায়করা সাংসদ পদে বহাল থাকার জন্য ইস্তফা দিয়েছিলেন। গোসাবার তৃণমূল বিধায়ক ফল বের হওয়ার কিছুদিন পর পপ্রয়াত হন। এবং খড়দহের তৃণমূল বিধায়ক ফল ঘোষণার আগেই প্রয়াত হন। সেই কারণে এই কেন্দ্রগুলিতে উপনির্বাচন হতে চলেছে।