আদালতে আত্মসমর্পণের পরই জামিন লালার! কয়লা পাচার কাণ্ডে এবার চার্জশিট দেবে CBI, জালে ‘বড় মাছ’?

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের মধ্যেই কয়লা পাচার কাণ্ড (Bengal Coal Scam) নিয়ে তোলপাড়। সোমবারই আসানসোলের ভোটপর্ব মিটেছে। এরপর মঙ্গলবর সকালে আসানসোল বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা (Anup Majhi Lala)। তবে এবার শর্তসাপেক্ষে জামিনও পেয়ে গেলেন তিনি।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, মঙ্গলবার আসানসোল বিশেষ সিবিআই (Asansol CBI Court) আদালতে আত্মসমর্পণ করেন লালা। সকাল ১০:৩০ নাগাদ দেখা যায়, জামিনের পর আদালত থেকে বেরিয়ে গাড়ি করে চলে যাচ্ছেন তিনি। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কাছে কোনও প্রতিক্রিয়া দেননি লালা। এদিন ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন হয়।

সুপ্রিম কোর্টের তরফ থেকে অনেক আগেই লালাকে ‘রক্ষাকবচ’ দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, কেন্দ্রীয় এজেন্সি সিবিআই (CBI) তাঁকে গ্রেফতার করতে পারবে না। এদিকে সম্প্রতি আবার কয়লা পাচার মামলায় চার্জশিট পেশ করে সিবিআইকে তদন্ত শেষ করার নির্দেশ দেয় আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী।

আরও পড়ুনঃ সন্দেশখালি আন্দোলনে নয়া মোড়! রাতের অন্ধকারে যা কাণ্ড ঘটালেন মহিলারা … তোলপাড় রাজ্য!

এরপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে বলা হয়, লালাকে জেরা না করা গেলে কীভাবে এই মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করা সম্ভব? তখনই বিচারক বলেন, লালাকে গ্রেফতার না করা গেলেও তাঁকে জেরা করতে কোনও বাধা নেই। আদালতের তরফ থেকে সবুজ সংকেত পেতেই ময়দানে নেমে পড়ে সিবিআই।

সূত্রের খবর, লালার খোঁজে তাঁর বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তবে সেখানে তাঁকে পাওয়া যায়নি বলে খবর। গতকাল আসানসোলে ভোট মিটতেই আজ সকালে আসানসোল বিশেষ সিবিআই আদালতে এসে আত্মসমর্পণ করেন তিনি নিজে। এই মামলায় আগামী ২১ মে সিবিআইকে চূড়ান্ত চার্জশিট পেশের নির্দেশ দিয়েছে আদালত।

Bengal coal scam case Anup Majhi Lala

লালার আইনজীবী অভিষেক মুখোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, ‘এদিন আমার মক্কেলকে আদালত শর্তসাপেক্ষে জামিন দিয়েছে। ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে ওনাকে জামিন দেওয় হয়েছে। বলা হয়েছে, পুরুলিয়ার নিতুরিয়ায় তাঁর বাড়ির বাইরে ৫০ কিমির বেশি যেতে পারবেন না এবং সিবিআই ও আদালতকে সকল প্রকার সহযোগিতা করতে হবে’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর