প্রণব বাবুর মৃত্যুতে আগামীকাল সরকারি ছুটি ঘোষণা রাজ্যের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) মৃত্যুতে আগামীকাল মঙ্গলবার ছুটি ঘোষণা করা হল নবান্নের তরফ থেকে। রাজ্যের সমস্ত সরকারি দফতর আর সরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে আগামীকাল ছুটি থাকবে। রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এই কথা ঘোষণা করেন। এছাড়াও প্রণববাবুর শেষকৃত্য যেদিন হবে, সেদিনও রাজ্যে ছুটি থাকবে বলে জানান তিনি।

দীর্ঘ লড়াইয়ের পর সোমবার দিল্লীর সেনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রণব মুখার্জী। একদিকে করোনা আরেকদিকে মস্তিস্কের রক্তক্ষরণের কারণে বিগত প্রায় একমাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এমনকি কোমাতেও চলে গিয়েছিলেন তিনি। আজ সকালে দিল্লীর সেনা হাসপাতাল ওনার হেলথ বুলেটিন জারি করে জানায় যে, ফুসফুসে সংক্রমণের কারণে ওনার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। এরপর আজ বিকেলে প্রণব পুত্র অভিজিৎ মুখার্জী প্রণব বাবুর প্রয়াত হওয়ার খবর সার্বজনীন করেন।

প্রণব বাবুর মৃত্যুর পর প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যের মুখ্যমন্ত্রী, কংগ্রেস এবং বিজেপির নেতা সমেত দেশের সমস্ত রাজনৈতিক দল গুলো শোক প্রকাশ করে। প্রণব বাবুর মৃত্যুর কারণে কেন্দ্র সরকার সাতদিনের রাষ্ট্রীয় শোক পালন করার ঘোষণা করেছে। আরেকদিকে, প্রণব বাবুর পরিবারের তরফ থেকে জানানো হয়েছে যে আগামীকালই ওনার শেষকৃত্য সম্পন্ন করা হবে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও প্রণব বাবুর প্রয়াণে শোক প্রকাশ করেন। উনি বলেন, এবার দিল্লীতে গেলে প্রণব দার সাথে দেখা হবে না, সেটা মেনে নিতে পারছি না। আরেকদিকে, আগামীকাল রাজ্যে পুলিশ দিবসের অনুষ্ঠানও পিছিয়ে দেওয়া হয়েছে প্রণব বাবুর মৃত্যুর পর।

সম্পর্কিত খবর

X