আমফানের জন্য বাংলাকে আবারও সাহায্য কেন্দ্রের! ২,৭০৭ কোটি টাকা দিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক

বাংলাহান্ট ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit shah) নেতৃত্বে আবারও আমফানের ক্ষতিপূরণ পেল বাংলা (West bengal)। নির্ধারিত ৬ রাজ্যের মধ্যে বাংলা সবথেকে বেশি পরিমাণ অর্থ পেল বলেও জানা গিয়েছে। মে মাসের ঘূর্ণিঝড় আমফানের ক্ষতিপূরণ অবশেষে পেল বাংলা। ৬ টি রাজ্য মিলিয়ে মোট ৪ হাজার ৩৮১ কোটি টাকা দিচ্ছে কেন্দ্র সরকার।

করোনা আবহের মধ্যে আরও এক ভয়াবহ সমস্যা দেখা দিয়েছিল বাংলার বুকে। বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানের রোষে পড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল বিস্তীর্ণ বাংলা। করোনা আবহের মধ্যে ঘর ছাড়া হয়েছিলেন প্রচুর মানুষ। জলের তলায় চলে গিয়েছিল বিঘা বিঘা চাষের জমি। বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়েছিল বেশ কয়েকদিনের জন্য। কলকাতা, দুই ২৪ পরগনা-সহ কয়েকটি জেলা ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল।

vkjbnvkjnkj

সেইসময় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুরোধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হেলিকপ্টারে করে বাংলার ক্ষয়ক্ষতির পরিমাণ দেখেছিলেন। প্রাথমিকভাবে ক্ষতিপূরণ বাবদ ১ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করলেও, রাজ্যের দাবি জানিয়েছিল, এই পরিমাণ অর্থ আমফান ক্ষতির কাছে কিছুই না। আরও ক্ষতিপূরণের দাবি করেছিল বাংলার সরকার।

পরবর্তীতে আবার সিদ্ধান্ত নেওয়া হয় ক্ষতিপূরণের বিষয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বে এক উচ্চস্তরীয় বৈঠক সম্পন্ন হয় শুক্রবার। বৈঠকে ঠিক হয়, মোট ৬ রাজ্যকে আর্থিক সাহায্য করবে কেন্দ্র সরকার। সেইমত ওড়িশা পাচ্ছে প্রায় ১২৮ কোটি টাকা, মধ্যপ্রদেশ প্রায় ৬১১ কোটি টাকা, কর্ণাটক প্রায় ৫৭৭ কোটি টাকা, সিকিম প্রায় ৮৭ কোটি টাকা। তবে সবথেকে বেশি পেয়েছে বাংলা। আমফান ক্ষতিপূরণ বাবদ পশ্চিমবঙ্গ পেল প্রায় ২,৭০৭ কোটি টাকা।


Smita Hari

সম্পর্কিত খবর