বাংলা হান্ট ডেস্ক: বিজেপি বরাবরই অভিযোগ করে এসেছে যে তৃণমূল মুসলিম তোষণ করে আর রাজ্যে অবাধে সন্ত্রাস ছড়িয়ে এই রাজ্যকে পাকিস্তান আর বাংলাদেশ বানাচ্ছে। এমনকি তৃণমূলেরই নেতা তথা মন্ত্রী এবং বর্তমানে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (ববি হাকিম) একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে, তিনি নিজের এলাকাকে ‘মিনি পাকিস্তান” বানিয়ে রেখেছেন। এবার সেই মন্তব্যে শিলমোহর লাগিয়ে পশ্চিমবঙ্গকে পাকিস্তান, সিরিয়া, লেবানন এর সাথে তুলনা করলেন বিধানসভার মেয়র সব্যসাচী দত্ত।
মেয়র সব্যসাচী দত্ত বলেন, ‘রাজ্যের পরিস্থিতি দেখে মনে হচ্ছে সিরিয়া, পাকিস্তান, লেবাননে রয়েছি।” গতকাল বনগাঁ পুরসভার আস্থা ভোট প্রসঙ্গে এহেন মন্তব্য করে দলকে চরম বিপাকে ফেললেন সব্যসাচী দত্ত। গতকাল বনগাঁ পুরসভার আস্থা ভোটের সময় বিজেপির কাউন্সিলরদের ভোট দিতে বাধা। এবং বিজেপির দুই কাউন্সিলরকে হাইকোর্টের নির্দেশের পরেও, পুলিশ দিয়ে আটকে রেখে ভোট দানে বাধা দেওয়ার প্রসঙ্গে এরকম মন্তব্য করেন বিধাননগর পুরসভার মেয়র সব্যসাচী দত্ত।
এর আগে রাজ্যে পঞ্চায়েত এবং লোকসভা ভোটে বুথ জ্যাম, রিগিং, ছাপ্পা ভোট, বিরোধী দলের প্রার্থীদের মনোনয়নে বাধা এবং ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট না দেওয়ার জন্য শাসানি আমরা অনেকই দেখেছি। কিন্তু গতকাল পুরসভার নির্বাচিত প্রতিনিধিদের ভোট দানে বাধা দেওয়ার মতো কাণ্ড আমরা দেশের রাজনীতিতে প্রথমবার দেখলাম।
২২ আসন বিশিষ্ট বনগাঁ পুরসভায় গতকাল আস্থা ভোটের কি জিতেছে, সেটাও এখনো জানা সম্ভব হয়নি। ভোট দানের ২৪ ঘণ্টা অতিক্রম হওয়ার পরেও এখনো ধোঁয়াশায় রয়েছে রাজ্যবাসী। আরেকদিকে আস্থা ভোট হওয়ার পর বনগাঁ পুরসভা বিজেপির দখলে গেছে সেটার দাবি করেছেন বিজেপির বিধায়ক বিশ্বজিৎ দাস। কিন্তু প্রসাশন থেকে আধিকারিক ঘোষণা না হওয়ার ফলে, ভোটের ফলাফল জানতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি।