অনুপস্থিত কেন্দ্র, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল বাংলার ভোট পরবর্তী হিংসার মামলা

বাংলা হান্ট ডেস্কঃ ফের একবার ধাক্কা খেল বাংলার ভোট পরবর্তী হিংসার মামলা। পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য দ্রুত নির্দেশ দেওয়া হোক কেন্দ্রকে। এই মর্মে সম্প্রতি একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। আজ সুপ্রিম কোর্টে সেই মামলারই শুনানি ছিল।

গত ১ জুলাই কেন্দ্র এবং রাজ্যকে নোটিশ ধরিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে এদিনের শুনানিতে কেন্দ্রের কোনো আইনজীবীই উপস্থিত ছিলেন না।এমনকি কেন্দ্রের তরফে অনুপস্থিতির কোনো কারণও জানানো হয়নি।

একুশের নির্বাচনের ফল ঘোষণার দিন অর্থাৎ ২ মে থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক উঠে আসছিল ভোট পরবর্তী হিংসার ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বিজেপি নেতারা তো বটেই সরব হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও। ভোট পরবর্তী হিংসার ঘটনায় একাধিকবার রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবিও জানিয়ে আসছিলেন।

এরপরই শীর্ষ আদালতে দায়ের হয় জনস্বার্থ মামলা। এই মামলায় পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির পাশাপাশি রাজ্যে সামরিক বাহিনী অথবা আধাসেনা মোতায়েনেরও দাবি তোলেন মামলাকারী। সেইসাথে পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার কারণ জানার বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি তোলা হয়। এই তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনেরও দাবি জানানো হয়।

এরপর এই মামলার প্রেক্ষিতে শীর্ষ আদালতের তরফে কেন্দ্রীয় সরকার, পশ্চিমবঙ্গ সরকার এবং জাতীয় নির্বাচন কমিশনকে নোটিশ পাঠানো হয়। কিন্তু আজ সেই মামলার শুনানিতে কেন্দ্রের তরফে কোনও আইনজীবীই উপস্থিত ছিলেন না।

 

ad

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর