বাংলা হান্ট ডেস্ক: পুজোর আগে দর্শনার্থীদের জন্য নতুন চমক নিয়ে হাজির হল বেঙ্গল সাফারি (Bengal Safari Park) পার্ক। সূত্রের খবর, এই পার্কে এল একজোড়া ঘড়িয়াল সহ একদম নতুন অতিথি। সোমবার ভোররাতে বিশেষ গ্রিন করিডোর তৈরি করে তিনটি বিশেষ অ্যাম্বুলেন্সে করে প্রাণীগুলিকে শিলিগুড়ির (Siliguri) বেঙ্গল সাফারিতে আনা হয়।
বেঙ্গল সাফারি পার্কে ১৮ টি নতুন প্রাণী কী কী?(Bengal Safari Park)
বেঙ্গল সাফারি পার্ক ও জু অথরিটি সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরবেলায় ১৮ টি নতুন প্রাণীকে কলকাতার (Kolkata) আলিপুর চিড়িয়াখানা (Alipur Zoo) থেকে আনা হয়েছে । যার মধ্যে রয়েছে একজোড়া হিমালয়ান ব্ল্যাক বিয়ার দম্পতি, দুটো পুরুষ ইন্ডিয়ান ওয়াইল্ড ডগ, দু’জোড়া পেইন্টেড স্টর্ক পাখি, এক জোড়া স্পুন বিল পাখি, একজোড়া স্ত্রী ঘড়িয়াল ও তিন জোড়া গ্রিন ইগুয়ানা। প্রসঙ্গত, এখনও পর্যন্ত সাফারি পার্কে তিনটি হিমালয়ান ব্ল্যাক বিয়ার ছিল ধ্রুব, মোহিনী ও রুবি। দীর্ঘদিন প্রজননের কোনও সাফল্য না থাকায় নতুন দুটি স্ত্রী ভল্লুক, মাধাই বয়স ৪ বছর ও বিন্দু বয়স ৫ বছর- কে আনা হয়েছে। এর ফলে বেঙ্গল সাফারি পার্কে মোট ভল্লুকের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচে।
এছাড়াও,ঘড়িয়াল সংখ্যাও বাড়ল। আগে এখানে ছিল একটি পুরুষ ও দুটি স্ত্রী ঘড়িয়াল। এবার নতুন একজোড়া স্ত্রী ঘড়িয়াল আসায় ঘড়িয়ালের মোট সংখ্যা হল পাঁচ। এবার, বেঙ্গল সাফারি পার্কে প্রথমবারের মতো বেঙ্গল সাফারিতে দেখা যাবে ইন্ডিয়ান ওয়াইল্ড ডগ, পেইন্টেড স্টর্ক, স্পুনবিল বার্ড ও গ্রিন ইগুয়ানা। এই নতুন অতিথিদের ঘিরে দর্শকদের উৎসাহ আগেই তুঙ্গে। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, যদি সবকিছু পরিকল্পনা মতো চলে, তবে পুজোর আগেই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এই প্রাণীগুলিকে।
আরও পড়ুন: ১১ বছর ধরে হয়নি নিয়োগ, এরই মধ্যে সরকারি স্কুলের গ্রন্থাগার নিয়ে নয়া নির্দেশ শিক্ষা দফতরের
এই উদ্যোগ ঘিরে বেঙ্গল সাফারিকে (Bengal Safari) আরো আকর্ষণীয় করে তুলতে রাজ্য সরকার প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ করেছে। এছাড়া নতুন প্রাণীগুলি আসার বিষয়ে বেঙ্গল সাফারি পার্কের (Bengal Safari Park) অধিকর্তা বিজয় কুমার জানিয়েছেন , আগত নতুন প্রাণীগুলি সুস্থ রয়েছে। পাশাপাশি তাদের পর্যবেক্ষণও চলছে। আগত প্রাণীগুলি পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পরই পর্যটকদের সামনে আনা হবে।