প্রদীপ্ত, করণ, শাহবাজের স্পিনের ভেলকিতে মাত্র ৩ দিনেই নাগাল্যান্ডকে উড়িয়ে দিলো বাংলা

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল সুদীপ কুমার ঘরামি (Sudip Kumar Gharami) এবং অভিমুন্য ইশ্বরণ (Abhimanyu Easwara) যে ভিত গড়ে দিয়ে গিয়েছিলেন, আজ সেই ভিতের ওপর জয়ের ইমারত করে দিলেন প্রদীপ্ত প্রামাণিক (Pradipta Pramanik), শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed), করণ লালরা (Karan Lal)। সকলের দুর্দান্ত পারফরম্যান্সের দৌলতে মরশুমের তৃতীয় রঞ্জি (Ranji Trophy) ম্যাচে নাগাল্যান্ডকে ইনিংস ও ১৬১ রানের ব্যবধানে হারালো মনোজ তিওয়ারীর (Manoj Tiwary) বাংলা (Bengal Ranji Team)।

প্রথম ইনিংসে ১৬৬ রান করে অলআউট হয়েছিল নাগাল্যান্ড। কিন্তু তৃতীয় ইনিংসে বাংলার স্পিনারদের দাপটে মাত্র ১২৩ রানেই ধসে গেল তাদের ব্যাটিং অর্ডার। দ্বিতীয় ইনিংসে নিজের অভিষেক ম্যাচে ৪৭ রান দিয়ে ৫ উইকেট নিয়ে বাংলার সেরা বোলার হয়েছেন করণ লাল। এছাড়াও ৩টি উইকেট নিয়েছেন শাহবাজ আহমেদ এবং ২টি উইকেট উঠেছে প্রদীপ্ত প্রামাণিকের ঝুলিতে।

গতকাল দ্বিতীয় দিনের শেষে বাংলার স্কোর ছিল ৫ উইকেট হারিয়ে ৩৩৬। আজ ঝড়ো ব্যাটিং করে বাংলাকে বড় রানের দিকে টেনে নিয়ে যেতে থাকেন শাহবাজ আহমেদ। তিনি ৭৫ রান করে অপরিচিত থাকেন। তাকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন অধিনায়ক মনোজ তিওয়ারি। তিনি ৫১ রান করার পর ৯৬ ওভারে ৪৫০ রান তুলে ডিক্লেয়ার করে দেয় বাংলা।

abhimanyu easwaran and sudip kumar gharami

২৮৪ রানের পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে নাগাল্যান্ডের কোনও ব্যাটারকে দেখেই মনে হয়নি যে তারা লড়াই করতে পারবেন। তাদের হয়ে সর্বোচ্চ রান করেছেন শ্রীকান্ত মুন্ধে (২৮)। তিন দিনেই ম্যাচ জিতে নেয় লক্ষ্মীরতন শুক্লার দল। ২ ইনিংসে ৮ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন স্পিনার প্রদীপ্ত। নতুন বছরের ৩রা জানুয়ারি উত্তরাখণ্ডের বিরুদ্ধে দেরাদুনের মাটিতে মাঠে নামার আগে এই জয় বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বাংলা দলকে।

সম্পর্কিত খবর

X