বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি ইস্যুতে তোলপাড় রাজ্য। এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পর গত শনিবার ‘দাগি’ শিক্ষক-শিক্ষিকাদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। তাতে নাম রয়েছে ১৮০৬ জনের। এসএসসির দেওয়া তালিকা সামনে আসার পর থেকেই বিতর্কের ঝড় উঠেছে। এরই মধ্যে ‘অযোগ্য’দের পাশে দাঁড়িয়ে জোরালো আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।
‘অযোগ্য’দের নিয়ে বড় ঘোষণা মমতার | Mamata Banerjee
শিক্ষক দিবসের প্রাক্কালে বৃহস্পতিবার সকালে কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে উপস্থিত হন মমতা। সেখান থেকেই ‘অযোগ্য’দের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘১০ বছর শিক্ষক হিসাবে কাজ করার পরেও যাঁদের আজ অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হয়েছে, আমরা তাঁদের নিয়ে আইনত আলোচনা করছি। আইনি পরামর্শ নেওয়া হচ্ছে।”
মুখ্যমন্ত্রীর বক্তব্য, “আদালতের নির্দেশ অনুযায়ী হয়তো তাঁরা আর শিক্ষক হতে পারবেন না, কিন্তু তাঁরা যাতে অন্তত গ্রুপ সি-র চাকরি পান, তার ব্যবস্থা করার চেষ্টা করছি। তাঁদের হতাশ হতে বারণ করব।” ‘অযোগ্য’দের চিন্তা দূর করে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের সরকার মানবিক সরকার। আমরা রাজনীতি দেখে কাজ করি না, মানুষের কথা ভেবে কাজ করি।”
মমতা আরও বলেন, ‘‘আমাদের শিক্ষক পদে এখনও মোট ৫৬ হাজার শূন্যপদ রয়েছে। এর মধ্যে ৩৫,৭২৬টি পদের জন্য বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। আরও ২১ হাজার পদ খালি রয়েছে। আমরা নিয়োগ করতে চাই। কিন্তু আইনের জটিলতায় হচ্ছে না।” মমতার তোপ, “যাঁরা আইনকে বেলাইন করে দিয়েছেন, তাঁদের জন্য হচ্ছে। আদালতকে দোষ দেব না। আমাদেরই মধ্যে কিছু কিছু লোক আছে, তাঁদের জন্য এমন হচ্ছে। কত লোকের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল। ”
আরও পড়ুন: DA মামলার শুনানির জন্য লাগবে প্রধান বিচারপতির অনুমতি! ৬২ পাতার নথি জমা করে কি জানাল রাজ্য?
এসএসসি ইস্যুতে মমতার বক্তব্য, “যাঁরা চাকরি করতেন, যাঁরা ‘আনটেন্টেড’, তাঁদের জন্য আমরা ইতিমধ্যেই ভাবছি। তাঁদের কথা ভেবেই বয়সসীমা বৃদ্ধির কথা ভাবা হয়েছে। আমাদের হাত-পা বাঁধা। কিন্তু আমরা তাঁদের সুযোগ দিচ্ছি, যাতে পরীক্ষা দিয়ে চাকরিতে ফিরতে পারেন তাঁরা।’’ শিক্ষকদিবসের প্রাক্কালে সব শিক্ষকদের শুভকামনা জানান মমতা।