সিংহাসন খোয়ালো ‘পরশুরাম’, ‘পরিণীতা’ না ‘ফুলকি’ কে হল নতুন বেঙ্গল টপার?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বড়সড় অঘটন ঘটে গেল সাপ্তাহিক টিআরপি (TRP) তালিকায়। নিজের এতদিনের জায়গা হারাল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’। তার জায়গা নিল একই চ্যানেলের নতুন সিরিয়াল ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’। প্রথম থেকেই ভালো টিআরপি (TRP) তুলে আসছে ধারাবাহিকটি। এবার প্রথম স্থান ছিনিয়ে নিল রাণী ভবানী।

টিআরপি (TRP) তালিকায় বড় অঘটন

৭.১ নম্বর নিয়ে প্রথম স্থানে জায়গা করেছে সিরিয়ালটি। তারপরেই দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার আরেক জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর (TRP) ৬.৯। প্রথম স্থান থেকে ছিটকে সোজা তৃতীয় স্থানে নেমে এসেছে পরশুরাম। মাত্র .১ নম্বরের জন্য পরিণীতার থেকে পিছিয়ে পড়েছে সিরিয়ালটি। ৬.৮ নম্বর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পরশুরাম আজকের নায়ক।

Bengal topper changed in this trp list

নম্বর কমল ফুলকির: চতুর্থ স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’। বর্তমানে অন্যতম পুরনো ধারাবাহিকটির প্রাপ্ত নম্বর ৬.৭। জি বাংলার আরেকটি জনপ্রিয় সিরিয়াল ‘ফুলকি’। তবে এ সপ্তাহে নম্বর (TRP) কমেছে ধারাবাহিকটির। ৬.৪ নম্বর নিয়ে পঞ্চম স্থানে জায়গা পেয়েছে এই সিরিয়ালটি। একই সঙ্গে একই স্থানে রয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’।

ভালো ফল করছে এই সিরিয়াল: স্টারের আরেক ধারাবাহিক ‘চিরসখা’ও ইদানিং বেশ ভালো ফল করছে। প্রতি সপ্তাহেই প্রথম দশে থাকে সিরিয়ালটি। এ সপ্তাহেও ৬.২ নম্বর নিয়ে ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে চিরসখা।

আরও পড়ুন : কয়েক ঘণ্টায় ঝেঁপে বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে! কবে কমবে দুর্যোগ? জানাল আবহাওয়া দপ্তর

বাংলা সিরিয়ালের সেরা দশ টিআরপি (TRP) তালিকা

প্রথম- রাজরাজেশ্বরী রাণী ভবানী (৭.১)

দ্বিতীয়- পরিণীতা (৬.৯)

তৃতীয়- পরশুরাম (৬.৮)

চতুর্থ- জগদ্ধাত্রী (৬.৭)

পঞ্চম- ফুলকি, রাঙামতি তীরন্দাজ (৬.৪)

ষষ্ঠ- চিরসখা (৬.২)

সপ্তম- চিরদিনই তুমি যে আমার (৫.৭)

অষ্টম- গৃহপ্রবেশ, অনুরাগের ছোঁয়া (৫.১)

নবম- আমাদের দাদামণি (৫.০)

দশম- কথা (৪.৭)

আরও পড়ুন : ‘তারিখ পে তারিখ’, হাইকোর্টে বার বার পিছচ্ছে ছাত্র সংসদ মামলার শুনানি, কেন?

বেশ কিছু বড় চমক দেখা গিয়েছে এ সপ্তাহের টিআরপি তালিকায়। বেশ কয়েকটি রদবদল হয়েছে। তবে সার্বিখ ভাবে নম্বরও বেড়েছে ধারাবাহিক গুলির। টিআরপি বেড়েছে বেশ কয়েকটি পুরনো এবং নতুন সিরিয়ালের।