বাংলা হান্ট ডেস্ক: ২০২৫-এর ভারোত্তোলনের কমনওয়েলথ ইয়ুথ চ্যাম্পিয়নশিপ (Commonwealth Weightlifting Championships) চলছে গুজরাটে। এই প্রতিযোগিতায় বাংলার প্রতিযোগীরা দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করছেন। সবথেকে চমকপ্রদ বিষয় হল, একদিনে দেশকে একাধিক সোনা উপহার দিলেন দুই বঙ্গ সন্তান।
ভারোত্তোলনের কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে (Commonwealth Weightlifting Championships) বাংলার জয়জয়কার:
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ভারোত্তোলনের কমনওয়েলথ ইয়ুথ চ্যাম্পিয়নশিপে (Commonwealth Weightlifting Championships) রীতিমতো দাপট দেখিয়েছে বাংলা। মেয়েদের ৫৩ কেজি বিভাগে সোনা জেতেন কোয়েল বর। শুধু তাই নয়, তিনি একাধিক বিশ্বরেকর্ডও গড়েছেন। অপরদিকে, ছেলেদের ৬৫ কেজি বিভাগে সোনা এনেছেন অনিক মোদি।
৩ টি বিশ্বরেকর্ড গড়ে জোড়া সোনা জিতেছে কোয়েল: ভারোত্তোলনের কমনওয়েলথ ইয়ুথ চ্যাম্পিয়নশিপে (Commonwealth Weightlifting Championships) ৫৩ কেজি বিভাগে মোট ১৯২ কেজি ভারোত্তোলন করে বিশ্বরেকর্ড গড়েছেন ১৭ বছরের কোয়েল। এই বিভাগে আগের বিশ্বরেকর্ড ছিল ১৮৮ কেজি। অপরদিকে, ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১০৭ কেজি ওজন তোলে হাওড়ার মেয়ে কোয়েল। এই বিভাগে পূর্বের বিশ্বরেকর্ড ছিল ১০৫ কেজি। এছাড়াও, স্ন্যাচে ৮৫ কেজি ওজন তুলে ফের বিশ্বরেকর্ড করে সে। পাশাপাশি, ইউথ ছাড়াও জুনিয়র বিভাগেও সোনা যেতে কোয়েল।
আরও পড়ুন: সিন্ধু জল চুক্তি স্থগিত করার পর এবার ভারতের মাস্টারস্ট্রোক! ঘুম উড়ল শরিফের
অপরদিকে, অনবদ্য নজির গড়েছে অনিক মোদিও। সে ছেলেদের ইয়ুথ ৬৫ কেজি বিভাগে (Commonwealth Weightlifting Championships) দুই বিভাগ মিলিয়ে ২৩৮ কেজি ভারোত্তোলন করে। অনিকও হাসিল করে সোনা। অর্থাৎ, একইদিনে একাধিক সোনা পেয়েছে দুই বঙ্গ সন্তান।
আরও পড়ুন: রোহিত শর্মাকে দল থেকে বাদ দেওয়ার জন্য শুরু হয়েছে “Bronco টেস্ট”! বিস্ফোরক দাবি মনোজ তিওয়ারির
সার্বিকভাবে দেখতে গেলে ভারোত্তোলনের কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে (Commonwealth Weightlifting Championships) দুর্দান্ত পারফরম্যান্স উপস্থাপিত করেছেন ভারতীয়রা। ইতিমধ্যেই মীরাবাঈ চানু এই প্রতিযোগিতার মাধ্যমে ভারোত্তোলন সার্কিটে তাঁর কামব্যাক ঘটিয়েছেন। সবথেকে অবাক করার মত বিষয় হল, তিনি তাঁর কামব্যাক ম্যাচেই মহিলাদের ৪৮ কেজি বিভাগে ক্লিন অ্যান্ড জার্কে মোট ১৯৩ কেজি (৮৪ এবং ১০৯ কেজি) ওজন উত্তোলন করে অর্জন করেছেন শীর্ষস্থান। গত মঙ্গলবার এই চ্যাম্পিয়নশিপে একাধিক পদক জিতেছে ভারত।