বন্যার সতর্কতা জারী উত্তরবঙ্গে, হালকা বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ: আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্কঃ একদিকে উত্তরবঙ্গে যখন প্রবল বৃষ্টিপাতের মাঝে বন্যার সর্তকতা জারি করা হয়েছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। আলিপুর আবহাওয়া দপ্তর দ্বারা বর্তমানে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পৌঁছানোর সঠিক দিনক্ষণ জানানো সম্ভব হয়নি। এর মাঝে দক্ষিণবঙ্গের কোন কোন প্রান্তে বৃষ্টি হলেও আদ্রতাজনিত অস্বস্তি বজায় রয়ে গিয়েছে। আগামী দুদিনেও বর্ষা এসে পৌঁছানোর কোনরকম সম্ভাবনা নেই। অপরদিকে, উত্তরবঙ্গের একাধিক জেলা যথা দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারের একাধিক প্রান্তে প্রবল থেকে প্রবলতর বৃষ্টির সম্ভাবনা জারি করেছে হাওয়া অফিস। এমনকি উত্তরবঙ্গে বর্ষার প্রভাবে পরবর্তীতে দক্ষিণ প্রান্তে বর্ষা এসে পৌঁছালেও তার প্রভাব কম হবে বলে জানা গিয়েছে।

আবহাওয়ার খবর : 

সর্বোচ্চ তাপমাত্রা : ৩৩.৮° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৮.৮° সেলসিয়াস
আর্দ্রতা : ৭৮%
বাতাস :  ২০ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭৫%

আজকের আবহাওয়া
দীর্ঘদিন ধরেই দক্ষিণবঙ্গে আদ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। তবে বিগত বেশ কয়েকদিন দক্ষিণের কোন কোন প্রান্তে বৃষ্টি হলেও তা পুরোপুরিভাবে স্বস্তি দেয়নি। আজ কলকাতা সহ হাওড়া, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, নদীয়া এবং পুরুলিয়ার একাধিক প্রান্তে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বর্ষা না আসা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে না বলে জানা গিয়েছে। শুক্রবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭৮ শতাংশ।

উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে বিগত বেশ কয়েকদিন ধরে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম বলা যায়। এক্ষেত্রে উত্তরে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অবস্থান করার ফলে দক্ষিণ প্রান্তে এক প্রকার ভাঁড়ার শূন্যই রয়েছে। আগামী দুই দিনে বর্ষা এসে পৌঁছানোর সম্ভাবনা খুব কম। তবে বিকেলের পর কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে বর্তমানে গরম কমার জন্য যে একমাত্র বর্ষাই ভরসা, তা বলাবাহুল্য।

অপরদিকে, উত্তরবঙ্গে ক্রমাগত বৃষ্টিপাত হয়ে চলেছে। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি,মালদা এবং দুই দিনাজপুরের একাধিক প্রান্তে প্রবল বৃষ্টিপাতের সাক্ষী থেকেছে মানুষ। এক্ষেত্রে আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। অধিক বৃষ্টিপাতের কারণে বন্যার পাশাপাশি ধসের সর্তকতা জারি করা হয়েছে।

আগামীকালের আবহাওয়া 
আগামী কয়েক দিনে আবহাওয়ার খুব একটা পরিবর্তন ঘটার সম্ভাবনা নেই। বৃষ্টিপাত সামান্য হলেও তা গরম কমানোর জন্য যথেষ্ট নয়। এক্ষেত্রে বর্ষা কবে এসে পৌঁছাবে, সেই সম্পর্কে কোনো রকম স্পষ্ট ধারণা দিতে পারেনি হাওয়া অফিস। এক্ষেত্রে উত্তরবঙ্গের বন্যার সর্তকতা জারি করা হলেও দক্ষিণবঙ্গে বর্ষার প্রভাব কমবে বলে মত আলিপুর আবহাওয়া দপ্তরের।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর