নামেই সেরা, এক ঝটকায় নম্বর কমল ‘জগদ্ধাত্রী’র, TRP তালিকা দেখে মাথায় হাত দর্শকদের

বাংলাহান্ট ডেস্ক: যত দিন যাচ্ছে ততই যেন কমে চলেছে সিরিয়ালগুলির (Serial) টিআরপি (Trp)। মূলত দুই প্রথম সারির চ্যানেলের মধ্যেই চলে টিআরপির লড়াই। তাতেও হুড়মুড়িয়ে নম্বর কমছে প্রায় সবকটি সিরিয়ালেরই। একটির থেকে অন্যটির নম্বরের ব্যবধান বাড়ছে ক্রমশ। সেরা মেগা গুলিরও অবস্থা কহতব্য নয়। বিশেষত এবারের সেরা দলের টিআরপি তালিকা দেখে কার্যত হতভম্ব দর্শকরা।

গত সপ্তাহের থেকেও এ সপ্তাহে নম্বর আরো কমেছে সিরিয়ালগুলির। প্রথম স্থানের অধিকারীর অবশ্য হেরফের হয়নি। নম্বর কিছুটা কমলেও এখনো সিংহাসন দখলে রাখতে সক্ষম হয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। বলা চলে স্টার জলসার সম্মান একা হাতে রক্ষা করছে সূর্য দীপা। গত সপ্তাহের তুলনায় ০. ২ নম্বর কমে ৮.৫ নম্বর তুলেছে এই সিরিয়াল।

mithai jagaddhatri

তারপর থেকে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ তিনটি স্থানে রয়েছে জি বাংলার চারটি সিরিয়াল। দু নম্বরে জগদ্ধাত্রী থাকলেও নম্বর কমে গিয়েছে অনেকটা। প্রথম স্থানাধিকারীর থেকে অনেকটা পিছিয়ে মাত্র ৭.৯ নম্বর তুলতে পেরেছে জি বাংলার জনপ্রিয় এই মেগা। মিঠাইকে হারিয়েও বাংলা সেরা আর হতে পারছে না জ্যাস স্যান্যাল।

তুলনায় অনেক ভাল ফলাফল দেখাচ্ছে খেলনা বাড়ি। মিতুলের নিজের সন্তান হওয়ার ট্র্যাক দেখানো হচ্ছে এখন। কিন্তু বিপদ তাদের পিছু আর ছাড়ছে না। আর প্রতি বারই রণংদেহী হয়ে ভিলেনদের পেটাচ্ছে মিতুল। টিআরপি বাড়ছে চড়চড়িয়ে। এ সপ্তাহে ৭.৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে খেলনা বাড়ি।

khelna bari

চারে একসঙ্গে জায়গা করে নিয়েছে দু দুটি সিরিয়াল। গৌরী এলো এবং নিম ফুলের মধু জি এর দুটি মেগাই পেয়েছে ৭.১ পয়েন্ট। তবে অনেকদিন পর সেরা পাঁচে জায়গা পেয়েছে স্টার জলসার ‘পঞ্চমী’। এই মেগার প্রাপ্ত নম্বর ৬.৬। অন্যদিকে শেষ হয়ে যাওয়ার গুঞ্জনের মাঝেও ৫.৯ টিআরপি তুলে নয় নম্বর স্থানে রয়েছে সবথেকে পুরনো সিরিয়াল মিঠাই।

রইল সেরা দশের টিআরপি তালিকা-

অনুরাগের ছোঁয়া- ৮.৫ (প্রথম)

জগদ্ধাত্রী- ৭.৯ (দ্বিতীয়)

খেলনা বাড়ি- ৭.৩ (তৃতীয়)

গৌরী এলো, নিম ফুলের মধু- ৭.১ (চতুর্থ)

পঞ্চমী- ৬.৬ (পঞ্চম)

রাঙা বউ- ৬.৫ (ষষ্ঠ)

মেয়েবেলা, বাংলা মিডিয়াম- ৬.৩ (সপ্তম)

গাঁটছড়া, মিঠাই- ৫.৯ (অষ্টম)

সোহাগ জল- ৫.৭ (নবম)

এক্কা দোক্কা- ৫.৬ (দশম)

দেখে নিন সেরা পাঁচ হিন্দি সিরিয়ালের টিআরপি-

অনুপমা- প্রথম (৩.০)

গুম হ্যায় কিসিকে পেয়ার মে- দ্বিতীয় (২.৮)

ইয়ে রিশতা কেয়া কহলাতা হ্যায়- তৃতীয় (২.৫)

ইমলি- চতুর্থ (২.৪)

ফালতু, পান্ডিয়া স্টোর- পঞ্চম (২.২)


Niranjana Nag

সম্পর্কিত খবর