বাংলা হান্ট ডেস্ক: ফের বাংলার মুখ উজ্জ্বল করলো এক বঙ্গ কন্যা, ১৮ লক্ষ পরীক্ষার্থীকে পিছনে ফেলে নাসায় পাড়ি দেবে পুরুলিয়ার মেয়ে অভিনন্দা ঘোষ৷ সেন্ট জেভিয়ার্স পুরুলিয়ার স্কুলের নবম শ্রেণির ছাত্রী অভিনন্দা আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াডে তৃতীয় হওয়ায় পুরুলিয়া থেকে নাসার পথে যাত্রা করবে এবার৷ গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেশবাসীর মুখ উজ্জ্বল করলো এই বঙ্গ কন্যা৷
অভিনন্দার এই সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবার, তাঁর মা জানালেন, ছোটবেলা থেকেই পড়াশুনায় খুব মেধাবী অভিনন্দা৷ তার এই চমকপ্রদ সাফল্যের জন্য খুব একটা বেশি পরিশ্রম করতে হয় নি মা বাবা কে৷ মে নিজের ইচ্ছাতেই দিনের পর দিন সঠিকভাবে তার অধ্যাবসায় চালিয়ে গিয়েছে৷
তবে এই সাফল্য সহজেই আসেনি অভিনন্দার কাছে। আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াডে তৃতীয় হয়েছে সে, এ এক বিরাট ব্যাপার। আগামী কয়েক দিনের মধ্যেই নাসায় পাড়ি দেবে অভিনন্দা৷ সেখানে মাস তিনেক চলবে তাঁর প্রশিক্ষণ৷ এত অল্প বয়সেই ছাত্রীর এই সাফল্যে গর্বে ফেটে পড়েছে সেন্ট জেভিয়ার্স পুরুলিয়া স্কুল৷ স্কুলের শিক্ষকরাও আজ সকালেই শুভেচ্ছা জানিয়ে এসেছেন অভিনন্দাকে৷ পুরুলিয়ার মেয়ের এই সাফল্যে গর্বিত গোটা বাংলা, আগামী দিনে অভিনন্দার মতোই আরো অনেক বঙ্গ কন্যা এরকম সাফল্য পাক, তাই কামনা সকল দেশবাসীর।