বাংলাহান্ট ডেস্ক : আর মাত্র একটি দিনের অপেক্ষা। আগামী ১৫ ই আগস্ট ভারতবর্ষ পদার্পণ করতে চলেছে ৭৫ তম স্বাধীনতা দিবসে। সারা দেশের মতোই দিল্লির লালকেল্লাতে প্রতিবছরের মতোই অনুষ্ঠিত হবে বিশেষ অনুষ্ঠান। স্বাধীনতা দিবসের উৎসবে দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার ভাষণের পর থাকবে বিশেষ সেনাবাহিনীর প্রদর্শন। এ বছর সেই প্রদর্শনীতে বিশেষ ভাবে জায়গা করে নিল বাংলার চাষীর ঘরের মেয়ে বৃষ্টি। এক হতে দরিদ্র পরিবারের মেয়ের এই সাফল্যে খুশি তার গ্রামবাসীরা।
বৃষ্টির বাড়ি পশ্চিমবঙ্গের খানাকুলের প্রত্যন্ত ও বন্যা কবলিত গ্রাম গড়বেরিয়াতে। বাবা লক্ষণ মাঝি চাষাবাদ করে সংসার চালান। মা সুজাতা দেবী গৃহবধূ। বৃষ্টিকে মিলিয়ে মোট তিন কন্যা সন্তান লক্ষণ বাবুর। পরিবারের অবস্থা এতটাই খারাপ যে পাকা বাড়ি তৈরি করতে পারেননি। মাটির বাড়ির উপর অ্যাসবেসটসের ছাউনি। বর্ষার সময় বিপদজনক বাঁশের সেতু পার করে বৃষ্টিকে যেতে হতো স্কুলে। এমন প্রতিকূল অবস্থা থেকে আজ দিল্লির রাজপথে বৃষ্টিকে পৌঁছাতে দেখে খুশি তার পরিবার ও তার গ্রামের লোকজন।
বর্তমানে খানাকুলের ছত্রশাল রাধানগর বীরেশ্বর উচ্চ বিদ্যালয় এর দ্বাদশ শ্রেণীর ছাত্রী বৃষ্টি।বৃষ্টি যখন পঞ্চম শ্রেণীর ছাত্রী তখন ভর্তি হয় এনসিসি তে। বর্তমানে সে এনসিসির দ্বিতীয় বর্ষের ছাত্রী। এবছর পশ্চিমবঙ্গ ও আসাম মিলিয়ে মোট ২৯ জন ছেলে মেয়ে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। তাদের মধ্যেই বৃষ্টি মাঝি একজন। কলকাতার বি বিভাগে একমাত্র বৃষ্টি এই সুযোগ পেয়েছেন। গত ৩০ শে জুলাই পূর্বা এক্সপ্রেস ধরে বৃষ্টি চলে গেছেন দিল্লিতে মহড়ায়। ফিরে আসবেন ১৬ ই আগস্ট।
বৃষ্টি স্কুলের শিক্ষক তথা এনসিসি বিভাগের ভারপ্রাপ্ত লেফটেন্যান্ট রহমতুল্লাহ মোল্লা জনিয়েছেন, “বৃষ্টি খুবই মেধাবী ও পরিশ্রমী। তাই ও আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছে। আমরা ওর জন্য গর্বিত।” স্কুলের প্রধান শিক্ষক সদানন্দ বিশ্বাস বলেছেন,”আমাদের স্কুলের গর্ব বৃষ্টি। আগামী ১৫ই আগস্ট সারা খানাকুলের চোখ থাকবে টিভিতে।” বৃষ্টির এই সাফল্যে খুশি তার বাবা – মাও। বাবা লক্ষণ মাঝি বলেছেন,”চাষির ঘরের মেয়ে আজ দিল্লিতে গেছে। প্রধানমন্ত্রীর সামনে অনুষ্ঠান করবে। ভেবেই গর্ব হচ্ছে!”
বৃষ্টি অবশ্য নিজের সফলতার কৃতিত্ব দিতে চান তার শিক্ষক ও বাবা-মাকে। ফোনে তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, ভবিষ্যতে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করে দেশের জন্য সেবা করতে চান তিনি।