কেমন যৌনতা পছন্দ করে বাঙালি মেয়েরা

 

বাংলা হান্ট ডেস্ক : মেয়েরা ভালোবাসার কাঙাল এই কথা সত্য। তাই মেয়েদের আদর দিয়েই সবকিছু করতে হয়। আর বাঙালি মেয়েদের অগ্র যৌনতার প্রতি কোন আগ্রহ নেই, এরকম ছাপোষা ধারণাই আমরা ভেবে আসি বহুদিন ধরে। তবে এসব এখন অতীত। জানা গিয়েছে, মুখে স্বীকার না করলেও উগ্র যৌনতা বেশি পছন্দ করে বাঙালি মেয়েরা।

সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছে, যৌনতার ক্ষেত্রে একটু বন্যতাই পছন্দ করছেন বাঙালি মেয়েরা। যেমন মুখমেহনে বাঙালি মেয়েদের কোন আগ্রহ নেই, এ কথা সম্পূর্ণরূপে ভুল। বাঙালি মেয়েদের যথেষ্ট আগ্রহ রয়েছে মুখমেহনে। এমনকি মুখমেহন দিয়েই তারা যৌনতার প্রথম ধাপ শুরু করতে পছন্দ করেন।

IMG 20200226 215537

বাঙালি মেয়ে মানেই মিশনারি পজিশন, এটা সকলের ভেবে থাকেন কিন্তু বাঙালি মেয়েদেরও অন্য সব পজিশনের ওপর যথেষ্ট আগ্রহ রয়েছে।

যৌনতার সময় মুখ থেকে অশ্লীল শব্দও শুনতে পছন্দ করে মেয়েরা, তবে একথা তারা জনসম্মুখে স্বীকার করতে যথেষ্ট লজ্জাবোধ করে।

তাই আপনার গার্লফ্রেন্ড বা স্ত্রী যদি বাঙালি হয়, তাহলে আপনার ছাপোষা ধারণার বাইরে এসে এগুলো একবার ট্রাই করে দেখতে পারেন। আপনি হতাশ হবেন না।

Udayan Biswas

সম্পর্কিত খবর