শুধু ভারত-বাংলাদেশ নয়! পৃথিবীর এই দেশগুলিতেও বাংলায় কথা বলে মানুষ, তালিকায় রয়েছে বড় চমক

বাংলাহান্ট ডেস্ক : ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি, বাংলা ভাষা (Bengali) রক্ষার তাগিদে প্রাণ দিয়েছিলেন রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকতরা। পরবর্তী সময়ে ভাষা আন্দোলনের উপর ভিত্তি করেই পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে নামে বাংলাদেশ। অবশেষে ১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ।

বিশ্বজুড়ে বাংলা ভাষার (Bengali) ব্যবহার

১৯৯৯ সালের ১৭ নভেম্বর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাস্বরূপ ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারি দিনটিকে ঘোষণা করে আন্তর্জাতিক ভাষা দিবস (International Mother Language Day) হিসেবে। অনেকেই বলে থাকেন পৃথিবীর সব থেকে মিষ্টি ভাষা বাংলা। প্রত্যেকটি বাঙালির চেতন-অবচেতন মনে বাংলা ভাষার মাধুর্য মলিন হওয়ার নয়।

আরোও পড়ুন : শহিদ মিনার ভেঙে তৈরি টয়লেট! এবারের ২১ ফেব্রুয়ারিতে “নিষ্প্রাণ” বাংলাদেশ

যুগ যুগ ধরে বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরা সমৃদ্ধ করেছে গোটা বিশ্বকে। তবে অনেকেই হয়ত জানেন না শুধু ভারত (India) বা বাংলাদেশ (Bangladesh) নয়, বিশ্বের বহু দেশেই বহুল প্রচলিত একটি ভাষা আমাদের বাংলা। পরিসংখ্যান বলছে, বাংলা বিশ্বের পঞ্চম বহুল প্রচলিত ভাষা। বাংলাদেশের জাতীয় ভাষা হলেও, বিশ্বের এমন কোনও প্রান্ত নেই যেখানে বাংলা বলা মানুষের দেখা মিলবে না।

আরোও পড়ুন : ‘দুগ্গামণি’র দাপটে ওলটপালট স্লট, জল্পনা সত্যি করে কোপ পড়ল জি এর মেগায়!

ইউরোপ থেকে আমেরিকা, এশিয়া থেকে আফ্রিকা, বঙ্গসন্তানদের ‘দাপটে’ বিশ্ব মানচিত্রে আজও অমলিন বাংলা (Bengali)। জানলে অবাক হবেন, গোটা বিশ্বে প্রায় ৩০ কোটিরও বেশি মানুষ কথা বলেন বাংলায়। যার মধ্যে ২৬ কোটি বাংলা বলা মানুষ থাকেন বাংলাদেশ ও ভারতবর্ষে। পাশাপাশি, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন বাংলা বলা ৪ কোটিরও বেশি মানুষ।

বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, আন্দামান-নিকোবার  দ্বীপপুঞ্জ, ঝাড়খন্ড, বিহার, মেঘালয়, মিজোরাম, ওড়িশায় মূলত প্রচলিত বাংলা ভাষা। বাংলাদেশের এককালীন ‘অত্যাচারী শাসক’ পাকিস্তানের করাচি সিটি করপোরেশনের অন্যতম দাফতরিক ভাষা বাংলা। ব্রিটেনে পঞ্চম  অভিবাসী ভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছে বাংলা (Bengali)।

Bengali Language used in these country

 

যুক্তরাজ্যে প্রায় ৮ লক্ষ মানুষ ভাষা বিনিময় করেন বাংলার মাধ্যমে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যেও বসবাস করেন বাংলাভাষী প্রচুর মানুষ। আবার লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার, নিউ ইয়র্কের মতো বড় বড় শহরগুলিতে রয়েছে বাংলা সংবাদপত্র, টিভি ও রেডিও সম্প্রচার কেন্দ্রও। বিশ্বের বহু বিশ্ববিদ্যালয়ে শেখানো হয়ে থাকে বাংলা ভাষা। এমনকি বহু বিদেশি সাহিত্যিক-গায়ক নিজেদের সৃষ্টিকর্মে সংযুক্ত করেছেন বাংলা ভাষাকে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর