শ্যাম্পু তো হামেশাই করছেন কিন্তু বাংলা মানে জানেন কী ? উত্তর দিতে পারেন না ৯৯% ব্যক্তিই

Published On:

বাংলাহান্ট ডেস্ক : প্রতিদিন বাড়ছে পরিবেশ দূষণ। এই দূষণের প্রভাব যেমন প্রকৃতির উপর পরছে, তেমনই পরছে আমাদের শরীরের উপরেও। দূষণের ফলে আমাদের মাথার চুলও দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। চুলকে ভালো রাখার জন্য আমরা তেল-শ্যাম্পু জাতীয় জিনিস ব্যবহার করে থাকি। চুলে থাকা বিষাক্ত ও অপ্রয়োজনীয় পদার্থ শ্যাম্পু বার করে দেয়।

তবে বলতে পারবেন এই শ্যাম্পুর বাংলা অর্থ কী?চুলে শ্যাম্পু করার পর আমরা কন্ডিশনার ব্যবহার করে থাকি। কন্ডিশনার চুলকে আকর্ষণীয় করার পাশাপাশি নরম করে তোলে। শ্যাম্পু করার ফলে চুলে সৃষ্টি হয় রুক্ষতার। সেই রুক্ষতা দূর করার কাজই করে কন্ডিশনার। বলা হয় শ্যাম্পুর ব্যবহার প্রথম শুরু হয় ভারতবর্ষে।

প্রাচীনকালে আমলকি ও ছোট ছোট গাছ দিয়ে তৈরি করা হত শ্যাম্পু (Shampoo)। শ্যাম্পু শব্দটি এসেছে সংস্কৃত ভাষা চাম্পু থেকে। ১৭৬২ সালের দিকে শ্যাম্পু শব্দটি প্রথম ব্যবহৃত হয়। সংস্কৃতে চাম্পু শব্দের অর্থ হল এক প্রকার তেল যা দিয়ে মাসাজ করা হয়।আনুমানিক ১৮১৪ সালে ইংল্যান্ডে প্রথম তৈরি হয় আধুনিক শ্যাম্পু।

95289857

 

এরপর পৃথিবীর বিভিন্ন দেশে এর ব্যবহার শুরু হয়। বর্তমানে মানুষের দৈনন্দিন জীবনের একটি অঙ্গ হয়ে উঠেছে এই শ্যাম্পু। তবে ভুললে চলবে না এই শ্যাম্পুর উৎপত্তি কিন্তু প্রাচীন ভারতেই। শ্যাম্পুর বাংলা অর্থ নিয়ে মতভেদ রয়েছে। মাথা ধোয়ার ডিটারজেন্ট বা সাবানযুক্ত তরল পদার্থ অথবা কেশ পরিমার্জক শ্যাম্পুর বাংলা অর্থ বলা যেতে পারে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X