বড় খবর WBCS পরীক্ষার্থীদের জন্য! এবার আবশ্যিক হতে চলেছে বাংলা প্রশ্নপত্রও

বাংলাহান্ট ডেস্ক : বড় খবর ডব্লুবিসিএস (West Bengal Civil Service) পরীক্ষার্থীদের জন্য। দীর্ঘদিন ধরে চিন্তা ভাবনা করা হচ্ছিল ডব্লিউবিসিএস পরীক্ষায় বাংলা পেপারের আবশ্যিকতা নিয়ে। সেই ভাবনা-চিন্তা অনুযায়ী এবার পরীক্ষায় আবশ্যিক করা হল বাংলা পেপার। এই সিদ্ধান্তের ফলে খুশির হাওয়া পরীক্ষার্থীদের মনে।

এবার থেকে পশ্চিমবঙ্গে ডব্লিউবিসিএস পরীক্ষা দিতে হলে যে কোনও রাজ্যের পরীক্ষার্থীদের বাংলা পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক। একমাত্র পাহাড়ে বসবাসকারী নেপালি নাগরিকদের নেপালি ভাষার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। গত ১৫ই মার্চ থেকে বলবৎ করা হয়েছে এই নির্দেশিকা।

নয়া এই নিয়ম লাগু হবে আসন্ন সব সিভিল সার্ভিস পরীক্ষাগুলো থেকে। সরকার দীর্ঘদিন ধরেই ভাবনার চিন্তা-ভাবনা চালাচ্ছিল বাংলাকে (Bengali Paper) ডব্লিউবিসিএস পরীক্ষায় বাধ্যতামূলক করা নিয়ে। পশ্চিমবঙ্গের সিভিল সার্ভিসের ক্ষেত্রে বিসিএস মেইনসে বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি এই পাঁচটি ভাষার মধ্যে যেকোনো একটিতে বসা যায়।

যদিও যোগ্যতার অন্যতম শর্ত বাংলা ভাষা লিখতে, পড়তে ও বুঝতে পারা। শুধুমাত্র যাদের মাতৃভাষা নেপালি তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। দীর্ঘদিন ধরেই দাবি উঠছিল সময়ের সাথে তাল মিলিয়ে ডব্লিউবিসিএস মেইন পরীক্ষায় বাধ্যতামূলক করা হোক বাংলা পেপার।

Job Fair

পাবলিক সার্ভিস কমিশনকে এই বিষয়ে একটি প্রস্তাবনা বানাতে বলেছিল রাজ্য সরকার (State Government)। কমিশন ইতিমধ্যেই এই ব্যাপারে একটি রূপরেখা জমা দিয়েছে প্রশাসনিক সংস্কার দপ্তরে। গত বছর মে মাসে দীর্ঘ ছয় বছর পর ডব্লিউবিসিএস অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত হয়। এই বিষয়টি নিয়ে সেখানেই আলোচনা করা হয়।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর