শুভেন্দু মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল রাজ্য! স্বস্তি বিরোধী দলনেতার

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) দেওয়া রক্ষাকবচকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করে তৃণমূল (TMC)। এবার সেই মামলা কলকাতা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শুক্রবার এই রায় দিয়ে কলকাতা হাইকোর্টকে মামলাটির দ্রুত তদন্তের নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত।

গত ডিসেম্বরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্য সরকারের দায়ের করা ২৬টি অভিযোগে স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। সঙ্গে ওই অভিযোগগুলিতে কেউ কোনও তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে না বলে নির্দেশ দেন বিচারপতি রাজশেখর মান্থা। এরই সঙ্গে তিনি আরও জানান, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও মামলা দায়ের করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে।

ওই নির্দেশকেই চ্যালেঞ্জ করে পরের সপ্তাহে কলকাতা হাইকোর্টের অভিযোগ করে রাজ্য সরকার। তবে রায়ে হস্তক্ষেপ করতে অস্বীকার করে বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গল বেঞ্চ। এর পর বিচারপতি মান্থার রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সেই মামলাতেও ধাক্কা খেল তারা।

suvendu adhikari

সুপ্রিম কোর্ট রাজ্যের দায়ের করা মামলায় হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্টও। সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টেই। রাজ্যের আবেদনের দ্রুত শুনানি করে রায় দেবে হাইকোর্ট। তার পর এব্যাপারে হস্তক্ষেপের ব্যাপারে চিন্তা ভাবনা করবে সর্বোচ্চ আদালত।

এদিকে গতকাল, ফের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Ananda Bose) নিশানা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। রাজ্যপাল ‘বেআইনি’ কাজ করছেন বলে দাবি শুভেন্দুর। তিনি বললেন, ‘রাজ্যপাল রাজ্য সরকারকেও তো অনেকভাবে সাহায্য করছে। আমি সেগুলো বলতে চাই না। পরে একদিন বলব। সম্প্রতি লোকায়ুক্ত নিয়ে তিনি যেটি করেছেন, সম্পূর্ণ বেআইনি কাজ করেছেন। লোকায়ুক্তের চেয়ারম্যানের এক্সটেনশন হয় না। সেই এক্সটেনশনেও দিয়েছেন।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর