দুর্ঘটনার কবলে এই জনপ্রিয় অভিনেতা, পড়ল ২০টা সেলাই, বন্ধ সিরিয়ালের শ্যুটিং! চিন্তিত দর্শকরা

বাংলা হান্ট ডেস্ক : বাংলা সিরিয়ালের (Bengali Serial) মূল চালিকাশক্তিই হল নায়ক (Hero)-নায়িকা। কোনও কারণে একদিনও যদি নায়ক নায়িকা স্ক্রিন থেকে গায়েব থাকে তাহলে তরতরিয়ে নামতে থাকে টিআরপি। তবে দূর্ঘটনা কি আর বলে কয়ে আসে! সম্প্রতি এক জনপ্রিয় টেলি নায়ক ভয়ঙ্কর দূর্ঘটনার সম্মুখীন। পরিস্থিতি এমন যে, বাধ্য হয়ে বন্ধ করা হয়েছে সিরিয়ালের শুটিং।

এর আগে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের নায়ক রুবেল চোট পাওয়ায় বেশ ভালোই সমস্যায় পড়েছিল সকলে। জানা গেছিল, একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়েই নাকি চোট পেয়েছেন রুবেল। পায়ে চোট লাগার কারণে গল্পের ট্র্যাকও খানিকটা বদলানো হয়। এবার ফের আহত হলেন এক টেলি নায়ক (Bengali Serial Actor)। তবে এবার সেটা শ্যুটিং ফ্লোরে নয় বরং নিজের বাড়িতেই ঘটে গেল চরম দূর্ঘটনা।

সম্প্রতি খবর মিলেছে দূর্ঘটনার কবলে পড়েছেন জনপ্রিয় টেলি অভিনেতা হানি বাফনা। এর আগে ‘প্রথমা কাদম্বিনী’, ‘গ্রামের রানী বীণাপাণি’, ‘সোহাগ জল’ সহ একাধিক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন হানি বাফনা। এখন দর্শক তাকে দেখতে পাচ্ছেন সান বাংলার নতুন মেগা ‘শ্যামা’য় (Shyama)। আর তারমাঝেই সামনে এল এই খবর।

আরও পড়ুন : দুবাইতে ২০০ কোটির বিয়ের ভোজ! নুসরত ছাড়াও ইডির নজরে আরও ১৪ তারকা, তালিকায় কারা?

মিডিয়া সূত্রে জানা যাচ্ছে, গত মঙ্গলবারই এই দূর্ঘটনার কবলে পড়েন হানি। জানা যাচ্ছে, চেয়ারে উঠে একটি জিনিস নামাতে গিয়ে ব্যালেন্স হারিয়ে পড়ে যান অভিনেতা। পাশেই ছিল কাঁচের টেবিল। তাতে হাত পড়তেই ভেঙে চুরমার হয়ে যায় সেই টেবিল। নায়ক জানান, ‘কুড়িটা সেলাই পড়েছে। হাত তুলতে পারছি না’। এক কথায় শ্যুটিং-র কোনও সম্ভাবনাই এখন আর নেই।

আরও পড়ুন : ফাঁড়া কাটেনি! ফ্ল্যাট প্রতারণা মামলায় ED-র হাতে উঠে এল ভয়ানক তথ্য, বিপদে মহানায়িকা নুসরত

honey bafna honey bafna accident honey bafna injured

প্রসঙ্গত উল্লেখ্য, দিন কয়েক আগেই শুরু হয়েছে হানি বাফনার নতুন সিরিয়াল ‘শ্যামা’। এই মেগায় তার বিপরীতে অভিনয় করছেন টেলিভিশনের বহুল পরিচিত মুখ অভিনেত্রী টুম্পা ঘোষ। পাশাপাশি এই মেগার হাত ধরেই বহুদিন পর কামব্যাক করেছেন মধুবনী গোস্বামী। এখন এই অবস্থায় কীভাবে শ্যুটিং করবেন হানি বাফনা? অনুরাগীদের এখন একটাই প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে উঠে ফের শ্যুটিং ফ্লোরে ফিরুক তিনি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর