বাংলাহান্ট ডেস্ক: বছর শেষে জমে উঠেছে টিআরপির (TRP) লড়াই। হাড্ডাহাড্ডি যুদ্ধে কেউ কাউকে এক টুকরোও জমি থুড়ি পয়েন্ট ছাড়তে রাজি নয়। দুই প্রথম সারির চ্যানেলের একগুচ্ছ নতুন পুরনো সিরিয়াল (Serial), এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। ৪৮ তম সপ্তাহে প্রথম দশে জায়গা করে নিল কারা কারা, দেখে নিন ঝট করে-
গত বছর এ সময়ে বাংলা সেরার তকমা নিজের দখলে রেখেছিল জি বাংলার ‘মিঠাই’। এ বছর সিংহাসনটা হাতছাড়া হয়েছে ঠিকই, তবে সেরার শিরোপা চ্যানেলের বাইরে যেতে দেয়নি জি এর নতুন হিট সিরিয়াল ‘জগদ্ধাত্রী’। এ সপ্তাহে জগদ্ধাত্রী স্বয়ম্ভূর ঝুলিতে উঠেছে ৮.৮ পয়েন্ট।
দু নম্বরে জি এরই আরেক সিরিয়াল ‘খেলনা বাড়ি’। সেখানেও কয়েক দিন ধরে চলছে টানটান উত্তেজনার পর্ব। ৮.২ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মিতুল ইন্দ্র। তিন নম্বরে স্টার জলসার স্টার ‘অনুরাগের ছোঁয়া’। তবে নম্বর বেশ খানিকটা কমে গিয়েছে সিরিয়ালের। এ সপ্তাহে অনুরাগের ছোঁয়া পেয়েছে ৭.৬ পয়েন্ট।
একটু পিছিয়ে চার নম্বরে উঠে এসেছে জি এর গৌরী এলো। ট্রোল হলেও মন্দ টিআরপি উঠছে না সিরিয়ালটির। এ সপ্তাহে গৌরী ঈশানের সংগ্রহে ৭.৫ নম্বর। পাঁচে ৭.৩ পয়েন্ট নিয়ে রয়েছে জি এর নতুন মেগা ‘নিম ফুলের মধু’। স্লট লিডারের তকমা খুইয়ে বন্ধ হতে বসলেও সেরা দশে জায়গা করে ধরে রেখেছে ‘ধুলোকণা’। ৭.২ নম্বর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে লালফুল জুটি।
বাংলা সেরার তকমা হারালেও প্রায় দু বছর পরেও সেরা দশে টিকে রয়েছে মিঠাই। ৭.০ পয়েন্ট নিয়ে স্টারের গাঁটছড়ার সঙ্গে অষ্টম স্থানে জায়গা করেছে মোদক পরিবার। এতদিন পরেও যে দর্শকরা মিঠাই দেখছে সেটাই সিরিয়ালের ক্ষেত্রে একটা বড় ব্যাপার। নতুন শুরু হওয়া ‘সোহাগ জল’ প্রথম সপ্তাহে তুলেছে ৬.০।
রইল সেরা দশের টিআরপি তালিকা-
জগদ্ধাত্রী- ৮.৮ (প্রথম)
খেলনা বাড়ি- ৮.২ (দ্বিতীয়)
অনুরাগের ছোঁয়া- ৭.৬ (তৃতীয়)
গৌরী এলো- ৭.৫ (চতুর্থ)
নিম ফুলের মধু- ৭.৩ (পঞ্চম)
ধুলোকণা- ৭.২ (ষষ্ঠ)
আলতা ফড়িং- ৭.১ (সপ্তম)
মিঠাই, গাঁটছড়া- ৭.০ (অষ্টম)
লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৬.৭ (নবম)
মাধবীলতা- ৬.৬ (দশম)