হাড্ডাহাড্ডি লড়াই ফুলকি-গীতার মধ্যে, প্রথম পাঁচে ‘অনুরাগের ছোঁয়া’! বড় রদবদল TRP তে

বাংলা হান্ট ডেস্ক : আরও একটি বৃহস্পতিবার। অর্থাৎ বাংলা সিরিয়ালের ভাগ্য নির্ধারণের দিন। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে চলে এল রিপোর্ট কার্ড‌। নম্বরের নিরিখে কোন ধারাবাহিক (Bengali Serial) এগিয়ে গেল আর কে পিছিয়ে পড়ল তার হিসেবই রয়েছে এই টিআরপি (Target Rating Point) তালিকায়। চলতি সপ্তাহের টিআরপি তালিকায় রীতিমত কামাল করেছে বেশ কয়েকটি ধারাবাহিক। কামাল করেছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ও (Anurager Chhowa)।

তবে বেশকিছু নয়া মেগাও ভালোরকম খেল দেখিয়েছে। সেই তালিকায় রয়েছে স্টার জলসার ধারাবাহিক গীতা এলএলবি। শুরুর থেকেই ভালো ফল করে এসেছে এই মেগা। চলতি সপ্তাহেও একই ট্রেন্ড বজায় রাখল গীতা এলএলবি। কার্যত বেঙ্গল টপার সিরিয়ালের সঙ্গে লড়াইয়ে সামিল হয়ে গেল গীতা। এখন বেঙ্গল টপার হল কে? চলুন দেখি সম্পূর্ণ তালিকা।

চলতি সপ্তাহেও সেরার স্থান দখল করে রইল জি বাংলার সিরিয়াল ‘জগদ্ধাত্রী’ (৮.৯)। দ্বিতীয় স্থানে রয়েছে রোহিত, ফুলকির মিষ্টি কাহিনী ‘ফুলকি’ (৮.৭)। এই সিরিয়ালটিও প্রথম থেকেই বেশ ভালো ফল করে আসছে। তারপরেই স্থান পেয়েছে ‘গীতা LLB’। স্টার জলসার এই সিরিয়ালের দখলে রয়েছে (৮.০) পয়েন্ট।

এরপর তালিকার পঞ্চম স্থানে রয়েছে সরকার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। (৭.৮) পয়েন্ট নিয়ে ফের একবার লড়াই করার জন্য প্রস্তুত সূর্য ও দীপা‌। এরপর যৌথভাবে সষ্ঠ স্থান দখল করেছে জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’ এবং স্টার জলসার ‘কথা’। উভয় সিরিয়ালের দখলেই রয়েছে (৬.৮) পয়েন্ট। তালিকার পরবর্তী নাম হল ‘জল থই থই ভালোবাসা’। (৬.৫) পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে রয়েছে এই মেগা।

চলুন দেখে নিই এই সপ্তাহের সম্পূর্ণ টিআরপি তালিকা

1st •• জগদ্ধাত্রী ৮.৯
2nd •• ফুলকি ৮.৭
3rd •• নিম ফুলের মধু ৮.২
4th •• গীতা LLB ৮.০
5th •• অনুরাগের ছোঁয়া ৭.৮

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর