বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘ দু দশকের ফিল্মি কেরিয়ার। কাজ করেছেন নামী অভিনেতাদের নিয়ে। কিন্তু তারপর থেকেই আর কোনো কাজ নেই পরিচালক প্রেমাংশু রায়ের (Premangshu Roy) হাতে। মাস কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় কাজ চেয়ে কাতর আবেদন করেছিলেন। বলেছিলেন তিনি সিরিয়ালের চিত্রনাট্য লিখতে পারেন। কেউ যদি কাজ দেন তবে উপকৃত হবেন।
কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। তাই সিনেমার কেরিয়ার ছেড়ে শেষমেষ ফাস্ট ফুড সেন্টার খুলতে বাধ্য হয়েছেন পরিচালক। বাংলা নববর্ষের প্রথম দিন থেকেই পথচলা শুরু করেছে তাঁর খাবারের দোকান ‘সূচক ফুড কর্নার’। দোকানের বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি জানিয়েছেন, তাঁর দোকানটি বেহালা, সরশুনা , বাগপোতা রোডে ‘নিউ ভিস্তা আকাদেমি’ স্কুলের ঠিক বিপরীতে।
বিকেলের খাবারের পাশাপাশি ব্রেকফাস্টও রাখছেন দোকানে। খুব শিগগির অনলাইনে খাবার পৌঁছানোর ব্যবস্থাও করবেন। হঠাৎ কেন সিনে দূনিয়া থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন সেটাও জানিয়েছেন পরিচালক। নাট্য জগতের কিছু ‘প্রভাবশালী’ ব্যক্তির নোংরা রাজনীতির জন্য তিনি সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন বলে জানান প্রেমাংশু।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘এত বছর নাট্য যাপনের (ভুল বা ঠিক যেটাই হোক) পর বুঝলাম, আমি এখনও মানুষ চিনতে শিখিনি। যদি সাতাশ বছর নাট্য যাপন করে মানুষ চিনতেই না শিখতে পারি, তবে আমার নিজেকে নাট্য কর্মী বা শিল্পী পরিচয় দেওয়াই মানায় না। তবে তারমানে এটা নয় যে আমার কারও নামে কোনও অভিযোগ আছে। নিজের ছাড়া কারও নামে কোনও অভিযোগ আমার নেই। এই জগতে সকলেই ভালো, আমি ছাড়া।
তাই যে সকল আমার বন্ধু ও সহকর্মীরা এখনও আমার ক্ষতি করার চেষ্টা করছেন, যাতে আমি আর কাজ না করতে পারি, তাঁরা ওসব করে ফালতু নিজেদের সময় নষ্ট করবেন না। কারন, আমি নিজেই সরে গেলাম। আপনারা ভালো মানুষ, ভালো থাকুন, আপনাদের হাত ধরে বাংলা থিয়েটার এগিয়ে যাক।’
তবে তিনি আবারো নাটকের জগতেই ফেরার আশ্বাস দিয়ে আরো লিখেছেন, ‘অনেককে অনেক উত্তর দেওয়া বাকি, মুখোশ খোলা বাকি এবং সবার উপরে নিজের কিছু স্বপ্নের কাজ করা বাকি। ততদিন আপনারা সানন্দে নিজেদের প্রভাব বিস্তার করে, নোংরা রাজনীতি করে, মিথ্যাচার করে, শিল্পীর কেরিয়ার অমানুষের মতো শেষ করে, চামচাগিরি করে, নাট্য যাপন করতে থাকুন। আমার এখন দেখার ও শোনার সময়।’
২৭ বছর ধরে তিনি নাটকের জগতের সঙ্গে যুক্ত ছিলেন প্রেমাংশু। পাশাপাশি কয়েকটি ছবির পরিচালনাও করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য ‘চিলেকোঠা’। ২০১৭ সালে তাঁর পরিচালিত ছবিতে অভিনয় করেছিলেন ব্রাত্য বসু, ঋত্বিক চক্রবর্তী, ধৃতিমান চট্টোপাধ্যায়ের মতো অভিনেতারা।