“শেষ পর্যন্ত থাকতে চেয়েছিলাম, কিন্তু …” রাজস্থানের কাছে হার নিয়ে ব্যাখ্যা দিলেন কলকাতার অধিনায়ক

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সোমবার হাড্ডাহাড্ডি আইপিএল ম্যাচে দুইবারের আইপিএল বিজয়ী দল কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে পয়েন্টস টেবিলের ৩ নম্বরে উঠেছে রাজস্থান রয়্যালস। কলকাতার অধিনায়ক শ্রেয়স আইয়ার ব্রেবোর্ন স্টেডিয়ামে রাজস্থানের কাছে হারের পর বলেছিলেন যে তার দল রান তাড়া করে ভাল শুরু করেছিল কিন্তু ইনিংসের গতি বজায় রাখতে পারেনি যার ফল ভোগ করতে হয়েছিল। রাজস্থান ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৭ রান করে, যার পরে কলকাতা দল ১৯.৪ ওভারে ২১০ রান তুলে আউট হয়।

রয়্যালসের ২১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চাহালের স্পিন বোলিংয়ের সামনে নাইট রাইডার্সের মিডল অর্ডার ভেঙে পড়ে। শ্রেয়স আইয়ার সাতটি চার, চার ছক্কা ৫১ বলে ৮৫ রান করে এবং ওপেনার অ্যারন ফিঞ্চ ২৮ বলে নয়টি চার, দুটি ছক্কা সহ ৫৮ রান করে। দ্বিতীয় উইকেটে ১০৭ রানের জুটি গড়লেও ১৯.৪ ওভারে ২১০ রানের বেশি তুলতে পারেনি নাইটরা। তার একটা বড় কারণ মিডল অর্ডারে রবি অশ্বিনের বলে আন্দ্রে রাসেলের ০ রানে বোল্ড হয়ে ফেরা।

ashwin

তার আগে, জস বাটলারের ৬১ বলে ১০৩ রানের ইনিংসে ভর করে ২১৭ রান তুলেছিল রাজস্থান। তাকে যোগ্য সংগত দিয়েছিলেন দেবদত্ত পাডিকল, সঞ্জু স্যামসন, শিমরণ হেটমায়াররা।

ম্যাচ শেষে আইয়ার বলেন, ‘আমরা শুরু থেকেই ভালো রান রেটে রান করছিলাম, তার জন্য ধন্যবাদ ফিঞ্চকে। কিন্তু আমরা সেই গতি ধরে রাখতে পারিনি কিন্তু এটা খেলার অংশ। আমি শেষ পর্যন্ত ব্যাট করতে চেয়েছিলাম কিন্তু চাহাল ম্যাচ পাল্টে দিয়েছে। কন্ডিশনের দিকে তাকালে, কোন শিশির ছিল না এবং উইকেটটি ব্যাট করার জন্য দুর্দান্ত ছিল। এই মাঠটা আমাদের জন্য ভালো হয়নি কিন্তু আমরা ইতিবাচক প্রত্যাবর্তন করতে চাই।”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর