নবজাতকের নামকরণ করে মোটা টাকা আয়, প্রতিমাসে মিলবে লাখ লাখ টাকা

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময় হল পরিবর্তনের যুগ। যুগের সাথে তাল মিলিয়ে সব ক্ষেত্রেই আধুনিকতার ছোঁয়া চলে আসায় প্রথাগতভাবে না হেঁটে অনেকেই প্রতিটি ক্ষেত্রে কিছু স্বাতন্ত্র্যতা বজায় রাখতে চান। সন্তানের নামকরণের ক্ষেত্রেও এই চিত্র ক্রমশ স্পষ্ট হচ্ছে। প্রত্যেক বাবা-মায়ের কাছেই তাঁদের সন্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি, প্রিয় সন্তানদের নামকরণেও অনেকেই বিশেষ মনোযোগ দেন। বহুল প্রচলিত নামের পরিবর্তে একটু অন্যরকম নামকরণের মাধ্যমে সন্তানদের চিহ্নিত করতে চাইছেন অধিকাংশজনই।

যদিও, এর প্রচলন বহুকাল আগে শুরু হলেও সাম্প্রতিক সময়ে তা বিপুল হারে বেড়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকেও অনেকেই অনুরোধ করতেন তাঁদের সন্তানের নামকরণের জন্য। যদিও, কবি কখনও কারোর অনুরোধ এড়িয়ে যেতেন না বলেই জানা যায়। তবে, বিশ্বকবি নেহাত অনুরোধের জেরে নামকরণ করলেও এবার এই কাজকেই একপ্রকার ব্যবসা বানিয়ে নিয়েছেন এক যুবক। আর সেই ঘটনাই প্রকাশ্যে আসার পর রীতিমত অবাক হয়েছেন সকলেই।

মূলত, এখনকার বাবা-মায়েরা চান বিভিন্ন জিনিসকে মাথায় রেখে তাঁদের সন্তানের নামকরণ হোক। কিন্তু, সঠিক নাম খুঁজতে রীতিমত কালঘাম ছুটে যায় তাঁদের। কোনো কোনো সময়ে তো পরিবারের সদস্যরা নতুন অতিথির কী নাম রাখবেন তা নিয়ে প্রায়শই বিতর্কে অবতীর্ণ হন। তবে, এবার সেই সমস্যাকেই দূর করতে সন্তানের সঠিক নামকরণ করে দিচ্ছেন নিউ ইয়র্কের বাসিন্দা টেলর এ হামফ্রে।

পাশাপাশি, এই কাজকেই জীবিকা হিসেবে বেছে নিয়েছেন ৩৩ বছর বয়সি টেলর। জানা গিয়েছে, ২০১৫ সাল থেকে তিনি তাঁর এই ব্যবসা শুরু করেন। প্রথমে নেটমাধ্যমেই তিনি তাঁর পেশার কথা জানালেও ২০১৮ সাল থেকে টেলর তাঁর ব্যবসা বাড়াতে থাকেন। মূলত, সন্তানসম্ভবা ধনী দম্পতিরা টেলরের কাছে তাঁদের ভাবী সন্তানের নামকরণের উদ্দেশ্যে আসেন।

জানা গিয়েছে, নামকরণের আগে তিনি ওই দম্পতিকে বিভিন্ন প্রশ্ন করেন এবং সেই তথ্যের উপর ভিত্তি করেই সন্তানদের নামকরণ করে তিনি। শুধু তাই নয়, পারিবারিক ব্যবসার ধরণের ওপর নির্ভর করেও নবজাতকের নামকরণ করেন টেলর।

তবে, এই নামকরণের জন্য মোটা টাকা গুণতে হয় বাবা-মাকেও। টেলর প্রতিটি নাম নির্ধারণের জন্য কম পক্ষে দেড় হাজার আমেরিকান ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ১০ হাজার ডলার বা ভারতীয় মুদ্রায় ৭.৬ লক্ষ টাকা অবধি পারিশ্রমিক নেন। এই প্রসঙ্গে টেলর জানিয়েছেন, এমন কখনও হয়নি যে তাঁর ঠিক করে দেওয়া নাম কারোর পছন্দ হয়নি। অনেকেই “মিডল নেম” হিসেবেও ব্যবহার করেন টেলরের নির্ধারিত নাম।

Babyclothess

পাশাপাশি, তিনি আরও জানান,”নাম শুধুমাত্র আমাদের পরিচয় বহন করে না। এছাড়াও নামের মাধ্যমেই ফুটে আসে নিজেদের ব্যক্তিত্ব, পরিবারের সংস্কৃতি ছাড়া আরও অনেক কিছু।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর