বাংলাহান্ট ডেস্কঃ করোনা আবহেও বড় সাফল্য বাংলার (west bengal)। গুজরাট, উত্তরপ্রদেশ এবং কর্ণাটককে পেছনে ফেলে জিডিপি বৃদ্ধির নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে পৌছাল বাংলা। ২০২০-২১ অর্থবর্ষে বাংলার এই সাফল্যে প্রশংসার নজির সৃষ্টি করেছে। বাংলার এই বিষয়ে প্রশংসায় মুখর হয়েছেন কেন্দ্রের নীতি আয়োগের সিইও অমিতাভ কান্তও।
তিনি বলেছেন, ‘২০২০-২১ অর্থবর্ষে হাতে গোনা কয়েকটি রাজ্য জিডিপি বাড়াতে সক্ষম হয়েছে। তাঁর মধ্যে রয়েছে বাংলা, বিহার, ত্রিপুরা, সিকিমের মতো কিছু রাজ্য। তবে এসবের মধ্যে এই অর্থবর্ষে যেহারে বাংলার জিডিপি বেড়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। হিসেব বলছে, সমগ্র পূর্ব ভারতের মধ্যে বাংলার স্টেট জিডিপিই সর্বোচ্চ’।
বাংলার এই সাফল্যে অভিভূত হয়ে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র জানিয়েছেন, ‘বাংলা যেভাবে মানুষের হাতে অর্থ তুলে দিয়েছে, সেটাই রাজ্যের অর্থনীতিকে অনেকখানি এগিয়ে নিয়ে গেছে এবং এটাই সঠিক পদ্ধতিও। যেখানে জাতীয় স্তরে জিডিপি অনেকটাই সংকুচিত, সেখানে বাংলায় ১.২ শতাংশ বৃদ্ধি হয়েছে বছরে। আর এই বিষয়টাই মমতা সরকারের সাফল্যকে প্রমাণ করে। কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকারও জানিয়েছে, বাংলার অর্থনীতি বৃদ্ধিতে নেওয়া এই পদক্ষেপ অত্যন্ত কার্যকরী’।
বর্তমান সময়ে দেশে ১০ লক্ষ কোটি বা তাঁর বেশি জিএসডিপি যুক্ত রাজ্য রয়েছে ৭ টি, যার মধ্যে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট, উত্তরপ্রদেশ, কর্ণাটক, বাংলা এবং রাজস্থান। কিন্তু এর মধ্যে চলতি অর্থবর্ষে শুধুমাত্র তামিলনাড়ু এবং বাংলার জিডিপিই বেড়েছে এবং বাকি রাজ্যগুলোর বৃদ্ধি পায়নি। বাংলার বেড়েছে ১.২ শতাংশ হার- এমনটাই জানাচ্ছে আরবিআই-র রিপোর্ট।