হিজাব পরিধান না করলে পাবে না স্বর্ণপদক! ইরানের মাটিতে ভারতীয় শাটলারকে করা হলো হেনস্থা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইরানে (Iran) নারীদের নিয়ে ঘনিয়ে ওঠা অস্বস্তিকর অবস্থার কথা কারোর অজানা নয়। দেশের সরকার নারীদের রাস্তায় বাধ্যতামূলকভাবে হিজাব পরিধান করার আদেশ দিয়েছে যার বিরোধিতা স্বরূপ একাধিক প্রতিবাদ কর্মসূচি দেখা গিয়েছে। কিছু মাস আগে ফুটবল বিশ্বকাপেও ইরানের ম্যাচগুলিতে কাতারের গ্যালারি জুড়ে থাকতো ইরানের মহিলাদের পাশে দাঁড়ানোর বার্তা। কিন্তু এবার ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় ‘তানিয়া হেমন্ত’কে-ও (Tanya Hemanth) এই হিজাব বিতর্কের অংশ হতে হলো।

ইরানে আয়োজিত ফজর ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টে(Fajr International Challenge badminton tournament) এই ঘটনা ঘটে যা নিয়ে গোটা বিশ্বে শোরগোল আরম্ভ হয়েছে। গত রবিবার ব্যাডমিন্টন টুর্নামেন্টে সিঙ্গেলসে স্বর্ণপদক জিতেছেন ভারতের ১৯ বছর বয়সী শাটলার তানিয়া হেমন্ত। কিন্তু তার এই জয়ের চেয়ে বেশি চর্চিত হচ্ছে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় ও ইরানের টুর্নামেন্ট আয়োজকদের বিকৃত মনোভাব নিয়ে। স্বর্ণপদক হাতে নিতে হলে হিজাব পরতেই হবে, এমন নীতির মানার পরেই শিরোপা হাতে তুলে দেওয়া হয়েছে বেঙ্গালুরুর তানিয়া হেমন্তর হাতে।

tanya

টুর্নামেন্টে তানিয়া ছিলেন দ্বিতীয় বাছাই। ফাইনালে তার প্রতিপক্ষ ছিল ভারতেরই তাসনিম মীর। কিন্তু তানিয়ার সামনে কোন রকম প্রতিরোধই গড়ে তুলতে পারেননি আর এক ভারতীয়। স্ট্রেট সেটে তাকে উড়িয়ে দিয়ে শিরোপা নিজের নামে করে নেন তানিয়া। ৩০ মিনিটের মধ্যে ২১-৭ এবং ২১-১১ ব্যবধানে দুটি সেট জিতে নেন তিনি।

এরপর পুরস্কার হাতে নেওয়ার সময় আসলে শুরু হয় বিপত্তি। কোন অফিসিয়াল নিয়ম না থাকা সত্ত্বেও টুর্নামেন্টের আয়োজকরা সাফ জানিয়ে দেন যে মহিলা পদকচারীদের এই হিজাব পরিধান করতেই হবে। খেলার সময় পোশাক নিয়ে কোন আপত্তি না করলেও পুরস্কার নিতে ওঠার সময় এমন আচরণ কেন সেই নিয়ে প্রশ্ন উঠছে।

টুর্নামেন্টে মহিলাদের ম্যাচগুলির সময়সূচী ছিল সকালে। পুরুষদের ম্যাচগুলি অনুষ্ঠিত হয় বিকালে। মহিলাদের ম্যাচগুলিতে ছিল না পুরুষদের প্রবেশাধিকার। শুধুমাত্র মহিলা দর্শকদেরই সেই ম্যাচ দেখতে দেওয়া হয়েছিল। এমনকি মহিলাদের ম্যাচে কোনও পুরুষ ম্যাচ অফিসিয়ালও ছিলেন না। ম্যাচের দায়িত্বে যারা ছিলেন, তারা সকলেই মহিলা। মহিলা প্রতিযোগিতাদের পুরুষ আত্মীয়রা একটিও ম্যাচ দেখতে পারেননি। শুধুমাত্র মিক্সড ডাবলস খেলায় পুরুষ ও মহিলা খেলোয়াড়দের একসঙ্গে কোর্টে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছিল।

Reetabrata Deb

সম্পর্কিত খবর