সুতপার আগে নিজের মাকেও হাঁসুয়ার কোপ দিতে গিয়েছিল সুশান্ত! ফাঁস করল তারই ভাই

বাংলা হান্ট ডেস্কঃ বহরমপুরে ছাত্রী কুপিয়ে খুন কাণ্ডে তোলপাড় রাজ্য। আর এরই মধ্যে খুনি সুশান্তকে নিয়ে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। খোদ সুশান্তের ভাই শুভদীপ চৌধুরী এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। তিনি জানিয়েছেন যে, একদিন রেগেমেগে সুশান্ত তার মাকেও হাঁসুয়া দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। ঘাতকের ভাইয়ের এই বয়ানের পর ঘাতক সুশান্ত যে কতটা বিপজ্জনক ছিল, তা টের পাওয়া যাচ্ছে।

শুভদীপ জানিয়েছেন যে, ‘প্রেমে প্রত্যাখ্যানের পর থেকেই দাদা সুশান্ত মানসিক অবসাদে ভুগছে। বাড়ি আসা প্রায় ভুলেই গিয়েছিল।” শুভদীপ জানান, একমাস আগে বাড়ি এসেছিল দাদা তারপর আর সে বাড়িমুখো হয়নি।

সুশান্তরা মোট তিনভাই। তাদের মধ্যে সুশান্তই সবার বড়। কিন্তু বেশ কয়েকমাস ধরেই তার মধ্যে বিরাট পরিবর্তন দেখতে পেয়েছিল বাড়ির লোক। শুভদীপ জানান, দাদা সুশান্ত আগে বেশ হাসি ঠাট্টা করত, কিন্তু দু’মাস ধরে সেই চেনা দাদাকে আর দেখা যাচ্ছিল না।

উল্লেখ্য, এটাই সুশান্তের প্রথম হামলা ছিল না। প্রায় আঁত মাস আগে একবার নিজের দলবল নিয়ে প্রেমিকা সুতপার বাড়িতে হানা দিয়েছিল সুশান্ত। সেই সময় সুতপার পাড়ার ছেলেরা রুখে দাঁড়ানোয়, বড়সড় বিপত্তি এড়ানো সম্ভব হয়েছে। কিন্তু, সোমবার আর শেষ রক্ষা হল না।

Koushik Dutta

সম্পর্কিত খবর