বাংলাহান্ট ডেস্কঃ করোনা পরিস্থিতিতে (COVID-19) রাজ্যবাসির পাশে এবার এসে দাঁড়িয়েছে ‘দ্যা বং গাই’ ওরফে কিরন দত্ত (Kiran Dutta)। কৃষ্ণনগরের ধুবুলিয়ায় জন্মগ্রহণকারী এই বঙ্গ সন্তান ইতিমধ্যেই তাঁর অসাধারণ সাফল্যের জন্য বাঙালির মননে জায়গা করে নিয়েছে। ইউটিউব দুনিয়ায় ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছেন এই যুবক। তাঁর ইউটিউব চ্যানেল ‘দ্যা বং গাই’ ২.৪৬ মিলিয়ন সাবস্ক্রাইবারের গন্ডি পার করে ফেলেছে। এছাড়াও তাঁর একটি ভ্লগ চ্যানেলও রয়েছে। তাঁর জিম্মায় ইতিমধ্যেই চলে এসেছে গোল্ডেন প্লে বটন। এবার এই কিরন দত্ত করোনা মোকাবিলা করতে রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন ১ লক্ষ টাকা।
সংকটময় লকডাউন পরিস্থিতিতে রাজ্যের গরীব মানুষজন যাতে খেয়ে বাঁচতে পারে, তাঁর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী একটি ত্রাণ তহবিলের আয়োজন করেন। যেখানে অনলাইন মারফত যে কেউ সেখানে টাকা দিয়ে করোনা সংকটে রাজ্যবাসীকে সাহায্য করতে পারেন। এই তালিকায় অনেকের সঙ্গে এবার উঠে এল কিরন দত্তের নাম। এত দিন তিনি ইউটিউবে বিভিন্ন রকম মজার ভিডিও আপলোড করে মানুষজনের মনে জায়গা করে নিয়েছে। তাঁর ভক্ত সংখ্যা অগণিত। বিশেষত যুব সম্প্রদায়ের কাছে তিনি একজন আইডল হয়ে উঠেছেন। তাঁর ভিডিও দেখে দর্শকের দুঃখ পিড়ীত মনও হেসে ওঠে।
রাজ্যের এই পরিস্থিতিতে সম্প্রতি কিরন দত্ত অনলাইন পরিষেবার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন ১ লক্ষ টাকা। এবং এই টাকা ট্র্যান্সফার করার পুরো বিষয়টি তিনি ভিডিওর মাধ্যমে তুলে ধরলেন তাঁর দর্শকদের জন্য। তিনি বলেন, এই সংকটের মুহুর্তে কেউ যেন ঘর থেকে না বের হন, এবং সবাই যেন ঘরে থেকে লকডাউন মান্য করে এই রোগের প্রতিরোধ করতে পারে। যে সমস্ত মানুষ দিন আনে দিন খায়, তাঁরা যাতে এই সময় সমস্যায় না পড়ে, তাই তাঁদের কথা মাথায় রেখে তিনি এই অর্থ দান করেন।
তবে অন্যান্য ভিডিওর তুলনায় এই ভিডিওতে হাসির মাত্রা কম ছিল। সিরিয়াস বিষয়ে তিনি কিছুটা সিরিয়াসই ছিলেন। তবে ভিডিওর মাঝে দর্শকদের জন্য সামান্য হাসির রসদও রেখেছিলেন। যেমন, এক লাখে কটা শূণ্য দিতে হয়, আবার বাইরে বেরোলে পুলিশ কি করছে, কেন তিনি বাইরে বেরোচ্ছেন না ইত্যাদি। বং গাই এই কাজের পর নিজেই নিজের পিঠ চাপড়ে নিজেকে উতসাহিত করেছেন।