বাংলা হান্ট ডেস্ক :
মোট পাঁচটি বিভাগে নিজেদের সমীক্ষাকে ভাগ করে নিয়েছিল YouGov। ই-কমার্স, অনলাইন পেমেন্ট, অনলাইন ট্রাভেল বুকিং, ক্যাব-হেলিং এবং মোবাইল নেটওয়ার্ক পরিষেবা। ১৮ থেকে ৪০ বছর বয়সের মধ্যে মোট ১০১৭ জনকে নিয়ে সমীক্ষা হয়। এই পাঁচ বিভাগে তাঁদের কাছে কোন অ্যাপগুলি সেরা, তা জানতে চাওয়া হয়। ৭৬টি ব্র্যান্ডের মধ্যে থেকে নিজেদের পছন্দের এবং ভরসা পাঁচটি করে অ্যাপ বেছে নেন প্রত্যেকে। ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রে সেরার শিরোপা পেয়েছে জিও। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে এয়ারটেল ও ভোডাফোন। অনলাইন ট্রাভেল বুকিংয়ে দেশের সবচেয়ে বিশ্বাসযোগ্য ব্র্যান্ড হয়ে উঠেছে MakeMyTrip। অনলাইন এ দিয়েছে Paytm।
এদিকে, ই-কমার্স সাইট অর্থাৎ অনলাইন শপিংয়ে ৪৫ শতাংশ মানুষের ভরসা জয় করেছে আমাজন।
অ্যাপ ক্যাবের প্রতিযোগিতায় আবার বাজিমাত করেছে দুটি কোম্পানি। যুগ্মভাবে প্রথম হয়েছে সান-ফ্রান্সিসকোর উবের এবং বেঙ্গালুরুর ওলা।