৭৪ তম স্বাধীনতা দিবস, রইল সেরা কয়েকটি দেশাত্মবোধক হিন্দি ছবির তালিকা

বাংলাহান্ট ডেস্ক: আজ ১৫ অগাস্ট, ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবস (independence day)। এই প্রথম করোনা আবহে প্রতিকূল পরিস্থিতিতে স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। অন‍্যান‍্য বছরের মতো পরিবার, বন্ধুবান্ধবদের সঙ্গে ঘুরতে যাওয়া বা সিনেমা দেখতে যাওয়া এবার সম্ভব নয়। তাই বাড়িতে বসেই স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি হিসাবে রইল কয়েকটি সেরা দেশাত্মবোধক (patriotic) হিন্দি ছবির (hindi cinema) তালিকা-
বর্ডার– ‘সন্দেশে আতে হ‍্যায়’ সেই বিখ‍্যাত দেশাত্মবোধক গান যা শুনলে আজও চোখের কোণে জল চিকচিক করে ওঠে এবং দেশের বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। ১৯৯৭ সালে মুক্তি পায় পরিচালক জে পি দত্তর ‘বর্ডার’ ছবিটি। ১৯৭১ এর ভারত-পাক যুদ্ধের কাহিনি নিয়ে তৈরি হয়েছিল এই ছবি। অভিনয় করেছিলেন সানি দেওল, সুনীল শেট্টি, অক্ষয় খান্না, জ‍্যাকি শ্রফ সহ আরও অনেকে।

db152c049f1db0ce52b700efa81fc407

Rang de Basanti 1200

রং দে বসন্তি– ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি আজও সমান জনপ্রিয়। শহিদ ভগৎ সিং ও তাঁর মতাদর্শকে এ যুগের প্রেক্ষাপটে তুলে ধরেছিলেন পরিচালক ওম প্রকাশ মেহরা। আমির খান, আর মাধবন, শরমন যোশী, সোহা আলি খান সহ আরও জনপ্রিয় অভিনেতাকে দেখা গিয়েছিল এই ছবিতে।

 

48550
দ‍্য লেজেন্ড অফ ভগৎ সিং– শহিদ ভগন সিং এর জীবন কাহিনি তুলে ধরা হয়েছিল এই ছবিতে। ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন রাজকুমার সন্তোষী। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত অজয় দেবগণ, ডি সন্তোষ ও সুশান্ত সি‌ং অভিনীত ছবিটি এখনও সিনেপ্রেমীদের কাছে একইরকম জনপ্রিয়।

https://youtu.be/CY37_al1IRs

lagaan 1200
লগান– আমির খান অভিনীত লগান ছবিটি দেশাত্মবোধক ছবির তালিকায় অন‍্যতম উল্লেখযোগ‍্য। অস্কারের দৌড়েও নাম লিখিয়েছিল পরিচালক আশুতোষ গোয়ারিকরের এই ছবি।

AAAABVdoGBxgIeBt0nrT sw7kT6Q9ySOgkrFOk1LZMNZcCU9sDGVfS6g7E0aNABXKLs13qPYZWSRquFoRQkvG
স্বদেশ– আশুতোষ গোয়ারিকরের পরিচালনায় আরেকটি উল্লেখযোগ‍্য দেশাত্মবোধক ছবি। শুধুমাত্র ভাষায় প্রকাশ করেই যে দেশপ্রেম বোঝানো যায় না সেটাই প্রমাণ করে এই ছবি। মূল চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান। ২০০৪ এ মুক্তি পায় স্বদেশ।

baby wallpaper 141820352360
বেবি– হাইটেক যুগে সন্ত্রাস দমন করে দেশরক্ষার ছবিটা খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে ছবিতে। পরিচালনার দায়িত্বে ছিলেন নীরজ পাণ্ডে। অক্ষয় কুমার, অনুপম খের, তাপসী পন্নু ও রানা দগ্গুবতী অভিনীত বেবি মুক্তি পায় ২০১৫ সালে।

size xxl
চক দে ইন্ডিয়া– শাহরুখ খান অভিনীত এই ছবির সংলাপ থেকে গান সবই এখনও পর্যন্ত সকলের কণ্ঠস্থ রয়েছে। ক্রীড়া বিষয়ক একটি ছবিও যে এমন দেশাত্মবোধক রূপ নিতে পারে তার প্রমাণ চক দে ইন্ডিয়া। ছবি মুক্তি পায় ২০০৮ এ।

pjimage 1 1563948228
উরি: দ‍্য সার্জিকাল স্ট্রাইক– এই ছবির বিষয়ে নতুন করে কিছুই বলার নেই। ২০১৬র উরি হামলার প্রেক্ষাপটে তৈরি হয় এই ছবি। মূল চরিত্রে অভিনয় করেছিলেন ভিকি কৌশল। এই ছবির জন‍্য সেরা অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কারও পান তিনি। ২০১৯ এ মুক্তি পায় এই ছবি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর