সম্প্রতি, পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি সেখানকার কংগ্রেস এবং বিজেপি দলকে ধরাশায়ী করে বিপুল পরিমাণ ভোটে ক্ষমতায় এসেছে। এবং ক্ষমতায় আসার পরই দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে ভগবন্ত মান-এর নাম নির্বাচিত করেন। এবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই আসরে নেমে পড়লেন ভগবন্ত মান।
এদিন ‘Corruption’ এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। এছাড়া একাধিক ইস্যুতে তিনি মন্তব্য করেন যা পাঞ্জাবের মানুষকে আদতেই খুশি করেছে। এদিন তিনি বলেন, এবছর ভগৎ সিং এর শ্রদ্ধা দিবসে সরকার anti-corruption হেল্পলাইন নম্বর পাঞ্জাবের মানুষের সামনে আনতে চলেছে। তিনি পাঞ্জাব নাগরিকদের উদ্দেশ্যে আরও বলেন, যদি এবার থেকে কেউ কারোর কাছ থেকে ঘুষ চায় তাহলে তাকে একদমই মানা করবেন না বরং সেই মুহূর্তে ভয়েস কিংবা ভিডিও রেকর্ডিং করে সেই নাম্বারে পাঠাতে নির্দেশ দেন তিনি। এরপর সেই অভিযুক্তদের যে ছেড়ে দেওয়া হবে না সে বিষয়ে বক্তব্য রাখেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, দিল্লিতে আম আদমি পার্টি আসার পর অরবিন্দ কেজরিওয়াল একইভাবে দুর্নীতি এবং ঘুষখোরদের জড় থেকে উঠিয়ে দেন এবং তারও উদ্দেশ্য যে একটি দুর্নীতিমুক্ত পাঞ্জাব গড়ার সে বিষয়ে উল্লেখ করতে ভোলেননি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। তিনি সৎ অফিসারদের পাশে থেকে বার্তা দিয়ে বলেন, তাদের চিন্তা করার কোনো কারণ নেই এবং কোরাপ্ট অফিসারদেরও তিনি কড়া ভাষায় আক্রমণ করেন।
উল্লেখ্য, বিধানসভা ভোটে এবার আম আদমি পার্টি 117 টির মধ্যে 92 টি আসনে জিতে বিপুল মাত্রায় ক্ষমতায় আসে। তারা কংগ্রেস এবং বিজেপি দলকে ধরাশায়ী করে পাঞ্জাবের মানুষের ভালোবাসার মাধ্যমে ক্ষমতায় আসে। জানা গেছে, মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। অরবিন্দ কেজরিওয়াল বলেন, যেভাবে তিনি দিল্লিতে সবরকম দুর্নীতির হাত থেকে সেখানকার মানুষকে রক্ষা করেছেন সে রকম পাঞ্জাবের মুখ্যমন্ত্রীও পাঞ্জাবকে দুর্নীতিমুক্ত করতে এবং সেখানকার মানুষকে সুখ-স্বাচ্ছন্দ্যে রাখতে সক্ষম হবে।