সৌরভের উদাহরণ সামনে তুলে এনে নিজের AIFF সভাপতি পদের প্রচার সারছেন বাইচুং

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি পদে বিজেপির সদস্য তথা ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা যাওয়া প্রাক্তন ফুটবলার কল্যান চৌবে বসা শুধুমাত্র সময়ের অপেক্ষা, এমনটাই অনেকে মনে করেছিলেন। কিন্তু সেই পরিকল্পনায় এবার বাধা হয়ে দাড়ালো প্রাক্তন ভারতীয় ফুটবলার ও অধিনায়ক বাইচুং ভুটিয়া। রাজস্থান মুখের সংস্থার সমর্থন নিয়ে তিনি সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন।

কিন্তু কেন এখানে সবকিছু প্রায় নিশ্চিত হয়ে যাওয়ার পরেও মনোনয়ন জমা দিলেন তিনি। শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৌরভ গাঙ্গুলীর উদাহরণ টেনে এনেছেন প্রাক্তন ভারতীয় ফুটবলার। তিনি সৌরভের নাম করে বলেছেন যে একজন প্রাক্তন ক্রিকেটার এবং অধিনায়ক যদি এত দক্ষ প্রশাসক হতে পারে তাহলে ফুটবলের ক্ষেত্রে তার ব্যতিক্রম হবে কেন! ফুটবলারদের যদি প্রশাসক হওয়ার সুযোগই না দেওয়া হয় তাহলে তারা নিজেদেরকে প্রমাণ করার সুযোগ পাবে কি করে বলে প্রশ্ন তুলেছেন তিনি।

বাইচুং সাক্ষাৎকারে বলেছেন, “সৌরভ গাঙ্গুলীকে দেখুন। তিনি ভারতের অন্যতম সেরা ক্রিকেটার এবং অধিনায়ক। আর এখন বিসিসিআই সভাপতি হিসেবে ভারতীয় ক্রিকেটের উন্নতি করছেন। এখান থেকেই বোঝা যায় যে একজন খেলোয়াড় প্রশাসক হিসেবে কত ভালো কাজ করতে পারেন। কারণ তারা খেলাটা বোঝেন এবং খেলোয়াড়দের এবং খেলার সঙ্গে যুক্ত মানুষদের কি প্রয়োজন সেটাও বোঝেনম আমি তো নতুন নই ফুটবলে। জাতীয় দলের হয়ে ১৫ বছরের বেশি সময় খেলেছি। ১২ বছর ধরে ভারতের অধিনায়ক ছিলাম। এরপরে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেছি। আমি আত্মবিশ্বাসী দায়িত্ব দিলে আমি ভালো কাজ করতে পারব।”

baichung fifa

যদিও কল্যান চৌবের বিরুদ্ধে মনোনয়ন জমা দিলেও তার নিজের জেতার সম্ভাবনা নেই বললেই চলে। এর মূল কারণ হলো কল্যাণের পেছনে কেন্দ্রের বড় সমর্থন রয়েছে যেহেতু তিনি একজন বিজেপির সদস্য। সেটা নিজেও ভালো করেই জানেন বাইচুং। তাও তিনি একটি চেষ্টা করে দেখতে চান। তিনি এটাও জানিয়েছেন যে করলেন চৌবের পরিকল্পনা শুনে তাঁর মনে হয়েছে এই পরিকল্পনা মোটেই এখন ভারতের ফুটবলের এগিয়ে যাওয়ার পরিপন্থী নয়।

বাইচুং জানিয়েছেন, “আমি যতদূর শুনেছি কল্যাণ ঠিক করেছে যে প্রত্যেক রাজ্যে একটা ভালো অফিস এবং ১০ হাজার স্কোয়ার ফুট জায়গা দরকার যেখানে অফিস তৈরি হবে। আমার কাছে এটা মোটেই অগ্রাধিকার না। তবে আমি নিশ্চিত নই যে এটা ওরই বিবৃতি কিনা। হতেই পারে ওকে ভুল বোঝানো হচ্ছে তবে ও যে কাজ নিয়ে ভাবছে সেটা এইমুহুর্তে অগ্রাধিকার হতেই পারে না।”

বাইচুং নিজের পরিকল্পনা সম্পর্কে জানিয়েছেন তিনি এইমুহূর্তে যদি দায়িত্ব পান তাহলে তিনি ফুটবল লীগ এবং তৃণমূল স্তর থেকে ফুটবলারদের উন্নয়ন করার ব্যাপারে গুরুত্ব দেবেন। বাচ্চা ছেলেরা যত ছোটবেলা থেকে ফুটবল খেলার সঠিক পরিকাঠামো পায় সেই জন্য এবং সেই সঙ্গে তাদের জন্য আলাদা করে পরিকল্পনা করবেন বলে ঠিক করেছেন তিনি। সেইসঙ্গে প্রতিটি রাজ্য একটি উৎকর্ষ ফুটবল কেন্দ্র গড়ে তুলতে চান তিনি তবে তার ক্ষমতায় আসার সুযোগ খুবই কম।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর