বাংলা হান্ট ডেস্ক: কথাতেই আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। কথাটা যে এমনি এমনি বলা হয় তা কিন্তু নয়। কারন কিছুদিন আগেই গেল দুর্গাপুজো। দশমীর দিন যেতে না যেতে তার কিছুদিন পর আসল লক্ষ্মীপুজো। আর এখন দরজায় কড়া নাড়ছে দীপাবলি ও ভাইফোঁটা (BhaiDooj)। চলতি বছরে কবে দীপাবলি পড়েছে ও কবে ভাইফোঁটা পড়েছে তা এক নজরে দেখে নিন।
দীপাবলি-ভাইফোঁটার দিনক্ষণ ঘোষণা! জেনে নিন তারিখ (BhaiDooj)
আলোর উৎসব দীপাবলি। এছাড়াও হিন্দু ধর্মের অন্যতম বড় উৎসবের মধ্যে এটি পড়ে। তবে দীপাবলি কিন্তু একদিনের উৎসব নয়। এটি পাঁচ দিনের একটি মহা উৎসব। ধনতেরাসের থেকে শুরু করে ভাইফোঁটা (BhaiDooj)পর্যন্ত প্রতিটি বাড়িতে নানা ধরনের অনুষ্ঠান লেগে থাকে। আর দীপাবলি যেহেতু আলোর উৎসব। তাই এই সময় কম বেশি বাড়িতে প্রদীপ দিয়ে ও টুনি লাইট দিয়ে ঘর বাড়িগুলিকে সাজানো হয়। এবার জানুন পঞ্জিকা অনুযায়ী চলতি বছরে দীপাবলি কবে পড়েছে।
চলতি বছর কবে দীপাবলি পড়েছে জানুন?
২০২৫ সালে পঞ্জিকা অনুযায়ী এই বছর দীপাবলি পড়েছে ২০ অক্টোবর। বিকেল ৩ টে ৪৪ মিনিটে অমাবস্যা তিথি শুরু হবে। যা ছাড়বে ২১ অক্টোবর বিকেল ৫টা ৫৪ মিনিটে। প্রসঙ্গত, বহু বাড়িতে দীপাবলিতে মা কালীর পাশাপাশি মহালক্ষ্মী ও গণেশ ঠাকুরের পুজোও হয়ে থাকে। আর এই দিওয়ালির আগে হবে ধনতেরাস।পঞ্জিকা অনুযায়ী, ২০২৫ সালে ১৮ অক্টোবর শনিবার পড়েছে ধনতেরাস। মনে করা হয় এই দিন সোনা অথবা রুপোর কোন ধাতু কেনা শুভ হয়। এছাড়া এইদিন অনেকের বাড়িতে দেবীর লক্ষ্মী ও ধন সম্পদের দেবতা কুবেরের পাশাপাশি ধন্বন্তরির পুজো করা হয়।
জেনে নিন এ বছর ভাইফোঁটা পড়েছে কবে?
চলতি বছরে কার্তিক শুক্লা দ্বিতীয়া তিথি ২২ অক্টোবর পড়েছে। সেইদিন রাত ৮.১৬ মিনিটে এই তিথি শুরু হবে। আর ২৩ অক্টোবর রাত ১০.৪৬ মিনিট পর্যন্ত চলবে। ভাইফোঁটার দিন দিদি-বোনেরা ভাই-দাদাদের ফোঁটা দেয়, তাঁদের দীর্ঘায়ু চেয়ে এবং মঙ্গল কামনা করে (BhaiDooj)।